প্রিয়ঙ্কার চোখ ‘সেক্সিয়েস্ট’? আপনি একমত?

সেক্সিয়েস্ট এশীয় মহিলার তকমা আগেই পেয়েছেন। এ বার তাঁর চোখও সেক্সিয়েস্ট হিসেবেই বিবেচিত হল। তিনি প্রিয়ঙ্কা চোপড়া। শরীরী আবেদনের পর তাঁর চোখের জাদুতে মজেছে ‘ভিক্টোরিয়াজ সিক্রেট’। চলতি বছর এই লঁজারি ব্র্যান্ডের ‘সেক্সিয়েস্ট আইজ’-এর শিরোপা জিতেছেন পিগি চপস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ১৪:০৯
Share:

সেক্সিয়েস্ট এশীয় মহিলার তকমা আগেই পেয়েছেন। এ বার তাঁর চোখও সেক্সিয়েস্ট হিসেবেই বিবেচিত হল। তিনি প্রিয়ঙ্কা চোপড়া। শরীরী আবেদনের পর তাঁর চোখের জাদুতে মজেছে ‘ভিক্টোরিয়াজ সিক্রেট’। চলতি বছর এই লঁজারি ব্র্যান্ডের ‘সেক্সিয়েস্ট আইজ’-এর শিরোপা জিতেছেন পিগি চপস। তাঁর অভিনীত ‘কোয়ান্টিকো’ জিতেছে ‘দ্য সেক্সিয়েস্ট টিভি কাস্ট’-এর সম্মান।

Advertisement

টুইটারে এই খবরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছন নায়িকা। অন্য বিজেতাদের মধ্যে রয়েছেন টেলর সুইফ্ট, সেলেনা গোমেজ, অ্যালিসিয়া ভিকেন্ডার প্রমুখ। এক দিকে ‘কোয়ান্টিকো’-র তুমুল সাফল্য, অন্যদিকে ‘বেওয়াচ’-এ অভিনয় সব মিলিয়ে সময়টা বেশ ভালই যাচ্ছে প্রিয়ঙ্কার। তার ওপর ‘সেক্সিয়েস্ট আইজ’এর খেতাব তাঁর মুকুটে নতুন এক পালক যোগ করল।

আরও পড়ুন

Advertisement

কার সঙ্গে লিভ টুগেদারে যাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া?

‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ প্রিয়ঙ্কা চোপড়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement