Priyanka Chopra Jonas

নিককে নিজের বাবার সঙ্গে তুলনা করলেন প্রিয়ঙ্কা, ‘চিয়ারলিডার’ আখ্যা দিলেন স্বামীকে

প্রিয়ঙ্কার প্রতি নিকের ভালবাসা এবং সংবেদনশীলতাই তাঁদের সম্পর্কের পথ আরও প্রশস্ত করে তুলেছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫৭
Share:

নিক-প্রিয়ঙ্কা

নিকের আত্মবিশ্বাস দেখেই তাঁর দিকে আকৃষ্ট হয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। অভিনেত্রীর সাফল্যে বাবা অশোক চোপড়া যতটা খুশি হতেন, ততটাই খুশি হন নিক। এই মিল দেখে নিজের বাবাকে স্বামী নিক জোনাসের মধ্যে খুঁজে পেয়েছেন প্রিয়ঙ্কা।

Advertisement

সম্পর্কের শুরু থেকেই প্রিয়ঙ্কাকে অবাক করেছিলেন নিক। নিকের আত্মবিশ্বাসে মুগ্ধ হয়েছিলেন অভিনেত্রী। এই বৈশিষ্ট খুব কম পুরুষের মধ্যেই দেখা যায় বলে মনে করেন প্রিয়ঙ্কা। নিজের জীবনের চাওয়া-পাওয়া নিয়ে স্পষ্ট নিক তাই আলাদা জায়গা করে নিয়েছিলেন প্রিয়ঙ্কার মনে। তাঁকে নিজের ‘চিয়ারলিডার’ বলেও মনে করেন প্রিয়ঙ্কা।

সম্প্রতি নিজের বইয়ের প্রচারের জন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, কেন নিককে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। অভিনেত্রীর উত্তর, নিক নিজের কেরিয়ারের সঙ্গেই তাঁর কেরিয়ার নিয়েও সমান যত্নশীল। প্রিয়ঙ্কা বলেন, “যখন প্রথম ওর সঙ্গে দেখা হয়েছিল, ও আমাকে কাজে পাঠিয়ে দিয়েছিল। ওর সঙ্গে থাকার জন্য আমি আমার একটি মিটিং ক্যান্সেল করে দিতে চেয়েছিলাম। কিন্তু নিক সেটা আমাকে করতে দেয়নি। ও বলেছিল, আমি জানি তোমাকে কত পরিশ্রম করতে হয়েছে এতদূর পর্যন্ত আসার জন্য,তাই আমি তোমাকে কাজের অবহেলা করতে দেব না।”

Advertisement

প্রিয়ঙ্কার প্রতি নিকের এই ভালবাসা এবং সংবেদনশীলতাই তাঁদের সম্পর্কের পথ আরও প্রশস্ত করে তুলেছিল। তাই সব ব্যঙ্গ-তামাশা উড়িয়ে বয়সে ১০ বছরের ছোট নিককেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন প্রিয়ঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement