Entertainment News

রেড কার্পেটে আগুন জ্বাললেন প্রিয়ঙ্কা

গত রবিবার রাতে লাল গাউন পরে যখন তিনি রেড কার্পেটে হাঁটলেন তখন সব ক’টা ক্যামেরার ফোকাস তাঁর দিকেই। সৌজন্যে ৬৮তম অ্যানুয়াল এমি অ্যাওয়ার্ডসের মঞ্চ। চুলে পনিটেল, হাতে একটা বড় আংটি। তিনি প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১৫
Share:

রেড কার্পেটে প্রিয়ঙ্কা। ছবি: এএফপি।

গত রবিবার রাতে লাল গাউন পরে যখন তিনি রেড কার্পেটে হাঁটলেন তখন সব ক’টা ক্যামেরার ফোকাস তাঁর দিকেই। সৌজন্যে ৬৮তম অ্যানুয়াল এমি অ্যাওয়ার্ডসের মঞ্চ। চুলে পনিটেল, হাতে একটা বড় আংটি। তিনি প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

হলিউডে টিভি তারকাদের দেওয়া হয় এই এমি অ্যাওয়ার্ডস। যা সিনে দুনিয়ার অস্কারের সমতুল্য। গতকাল লস অ্যাঞ্জেলসে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়ঙ্কা। টম হিডলটনের সঙ্গে স্টেজ শেয়ার করেছেন তিনি।

চলতি বছরেই ‘পিপলস্ চয়েস’ অ্যাওয়ার্ড জিতেছেন। নিউ ইয়র্কে ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে ‘কোয়ান্টিকো’-র সেকেন্ড সিজনের শুটিং। সামনেই মুক্তি পাবে ‘বেওয়াচ’। আবার ফোবর্সের বিচারে ১০ জন হায়েস্ট পেড টিভি তারকার তালিকাতেও রয়েছে তাঁর নাম। সব মিলিয়ে তাঁর বলিউড থেকে হলিউডে উড়ান সব অর্থে সফল বলেই মনে করছেন অনেকে।

Advertisement

আরও পড়ুন

দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা আনন্দ উৎসবে

কাশের দোলা...মন ভাল আকাশ আর ঘরে ফেরার গল্প

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement