Entertainment News

করিনার সঙ্গে তৈমুরের এক আশ্চর্য মিলের কথা শেয়ার করলেন প্রিয়ঙ্কা

জন্মমুহূর্তে থেকেই সে তারকা। নাম মাহাত্ম্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংও। সেই তৈমুরের নাম বিতর্কে এ বার মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। সঙ্গে শেয়ার করলেন করিনার সঙ্গে তৈমুরের এক আশ্চর্য মিলের কথাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ১৭:৩০
Share:

জন্মমুহূর্তে থেকেই সে তারকা। নাম মাহাত্ম্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংও। সেই তৈমুরের নাম বিতর্কে এ বার মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়া। সঙ্গে শেয়ার করলেন করিনার সঙ্গে তৈমুরের এক আশ্চর্য মিলের কথাও।

Advertisement

আরও পড়ুন, তৈমুরের জন্মের পর নিজের স্পেশাল প্ল্যান শেয়ার করলেন সইফ

সইফ-করিনা তাঁদের ছেলের নাম রেখেছেন তৈমুর আলি খান। আর তা নিয়ে বেশ কয়েক দিন ধরে চলছিল বিতর্ক। এ নিয়ে প্রিয়ঙ্কার কী মত জানতে চাওয়া হয় সাম্প্রতিক এক সাক্ষাত্কারে। প্রিয়ঙ্কা বলেন, ‘‘সইফ-করিনা ছেলের কী নাম রাখবেন সেটা তো ওঁদের ব্যক্তিগত পছন্দ। এটাতে অন্য কারও কথা বলাই উচিত নয়। চার দেওয়ালের মধ্যে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা নিয়ে বাকিদের এত সমস্যা কেন?’’
প্রিয়ঙ্কা জানিয়েছেন, নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখার বিষয়ে বরাবরই ভীষণ সচেতন করিনা। করিনা-সইফের জন্য তিনি ভীষণ খুশি। ওঁদের ছেলে আর কয়েক বছর পরেই নবাব হবে। সাধারণ মানুষের বরং সেটা নিয়ে আলোচনা করা উচিত। ছোট্ট তৈমুরের নাকি ইতিমধ্যেই মা করিনার মতো পাউট আছে বলেও জানিয়েছেন নায়িকা।

Advertisement

আরও পড়ুন, আমির খানকে ঘৃণা করেন সলমন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement