Entertainment News

‘আমার শরীরের কোনও কিছুর শেপই ঠিক নেই বলেছিলেন এক প্রযোজক’

‘বডি শেমিং’-এর শিকার হয়েছেন বহু সেলেব। সেই তালিকায় যে প্রিয়ঙ্কা চোপড়াও রয়েছেন তা বোধহয় এতদিন অজানা ছিল দর্শকদের। সম্প্রতি একটি মার্কিন টিভি শো-এ গিয়ে প্রিয়ঙ্কা শেয়ার করলেন একটা সময় বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন তিনিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩৭
Share:

‘বডি শেমিং’-এর শিকার হয়েছেন বহু সেলেব। সেই তালিকায় যে প্রিয়ঙ্কা চোপড়াও রয়েছেন তা বোধহয় এতদিন অজানা ছিল দর্শকদের। সম্প্রতি একটি মার্কিন টিভি শো-এ গিয়ে প্রিয়ঙ্কা শেয়ার করলেন একটা সময় বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন তিনিও।

Advertisement

আরও পড়ুন, ইনিই আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের বোন?

প্রিয়ঙ্কা বললেন, ‘‘তখনও আমি অভিনেত্রী হিসেবে পরিচিতি পাইনি। মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছি। এক প্রযোজকের সঙ্গে কাজ নিয়েই কথা বলতে গিয়েছিলাম। তিনি বলেন, আমার শরীরের নাকি কিছুই ঠিক নেই। কোনও কিছুর শেপই ভাল নয়। এমনকী নাকটাও খুব খারাপ।’’

Advertisement

আরও পড়ুন, সইফ-তৈমুরের বন্ডিং কেমন? শেয়ার করলেন করিনা

এ সব শুনে ওই শোয়ের অ্যাঙ্কর প্রশ্ন করেন, ‘‘এটা আপনার আসল নাক তো?’’ উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন নায়িকা। তারপর বলেন, ‘‘অবশ্যই এটা আমার আসল নাক। প্লিজ সকলকে বলে দিন এটা। কারণ অনেকেই ভাবেন, নাক নিয়ে আমি নাকি অনেক কিছু করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement