Priyanka Chopra

পদবিতে কী বা আসে যায়! স্রেফ নামের জোরেই বিশ্বজয়ের স্বপ্ন দেশি গার্লের চোখে

দেশের বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি। এখন হলিউডেও প্রথম সারির তারকাদের তালিকা শামিল তাঁর নাম। কিন্তু, নিজের নাম নিয়ে কতটা সন্তুষ্ট প্রিয়ঙ্কা চোপড়া জোনাস?

Advertisement

সংবাদ সংস্থা

লস অ্যাঞ্জেলেস শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১৬:৪১
Share:

পদবি নয়, স্রেফ নিজের নামের জোরে নিজেকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে চান প্রিয়ঙ্কা। ছবি: সংগৃহীত।

বলিউডে রাজ করেছেন এক সময়। পুরুষ তারকাদের পাশাপাশি দাপটের সঙ্গে অভিনয় করেছেন একের পর এক সফল ছবিতে। যে সময় পুরুষ অভিনেতা ছাড়া কারও কপালে ‘তারকা’ তকমা জুটত না, বলিউডে সেই সময়ের উজ্জ্বল নক্ষত্র তিনি। নারীপ্রধান ছবির জোয়ার যখন আসছে বলিউডে, তখন একের পর এক ছবিতে নজর কেড়েছে তাঁর কাজ। নিজের কর্মজীবনের শিখরে থাকাকালীন বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন সুদূর আমেরিকায়। প্রায় এক দশক ধরে সেখানে কাজ করার পর এখন হলিউডের নয়নের মণি তিনি। জনপ্রিয় টেলিভিশন শো, একাধিক সিনেমার পর এ বার রুশো ব্রাদার্সের সঙ্গে ওয়েব সিরিজ়ে কাজ করছেন প্রিয়ঙ্কা চোপড়া। চলতি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে তাঁর ওয়েব সিরিজ় ‘সিটাডেল’। এখন তাঁর নাম শোনা যায় হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে। হলিউডে নিজের জায়গা মোটামুটি পাকা করে ফেলেছেন ‘দেশি গার্ল’। গোটা বিশ্ব এখন তাঁকে চেনে এক নামে। প্রিয়ঙ্কা চোপড়া বা প্রিয়ঙ্কা চোপড়া জোনাস নন— তিনি প্রিয়ঙ্কা। পদবি নয়, শুধু মাত্র তাঁর এই নামের জোরেই গোটা দুনিয়ায় পরিচিত হতে চান তিনি, সম্প্রতি এক অনুষ্ঠানে জানালেন ‘গ্লোবাল আইকন’।

Advertisement

যশ ও খ্যাতি বাড়লে তার ভারে ঢাকা পড়ে যায় পদবি। ঠিক যেমনটা হয়েছে হলিউড তারকা ‘মুনস্ট্রাক’ ছবির কিংবদন্তি গায়িকা-অভিনেত্রী শের-এর ক্ষেত্রে। বা, ভারতীয় অভিনয় জগতের অন্যতম নক্ষত্র রেখার ক্ষেত্রে। তাঁদের পদবি কী? জানেন না বেশির ভাগ অনুরাগীই। স্রেফ নিজের নামের জোরে নিজেকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন তাঁরা। পেশাগত জীবনে তাঁদের পদাঙ্কই অনুসরণ করতে চান প্রিয়ঙ্কা। ‘সিটাডেল’-এর প্রচারে গিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমেরিকানরা শুধু মাত্র এক জন প্রিয়ঙ্কাকেই চেনেন। ভারতে আমি প্রিয়ঙ্কা চোপড়া হতে পারি, কারণ ওখানে প্রিয়ঙ্কা নামের একাধিক ব্যক্তি আছেন। কিন্তু হলিউডে আমিই এক এবং অদ্বিতীয়। সেখানে আমি শুধুই প্রিয়ঙ্কা। আমি তো আমার পদবি খুব একটা ব্যবহারও করি না এখানে। আমি শের-এর মতো হতে চাই, বা রেখার মতো! স্রেফ প্রিয়ঙ্কা।’’

‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের সঙ্গে ‘সিটাডেল’-এর অভিনয় করার পর এ বার পরের প্রজেক্টের কাজ শুরু করার মুখে প্রিয়ঙ্কা। সেখানে হলিউড তারকা ইদ্রিস আলবা ও জন সিনার সঙ্গে দেখা যেতে চলেছে দেশি গার্লকে। তা ছাড়াও, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘লভ এগেন’। এই ছবিতে প্রিয়ঙ্কার পাশাপাশি একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁর স্বামী নিক জোনাসকেও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন