Priyanka Chopra

বাবার মৃত্যুর ৬ দিনের মাথায় ডিজে বাজিয়ে মা মধুর জন্মদিন পালন প্রিয়ঙ্কার! উপহারেও ছিল বড় চমক

বাবার মৃত্যুর ৬ দিনের মাথায় ঘটা করে মা মধু চোপড়ার জন্মদিন উদ্‌যাপন করেন প্রিয়ঙ্কা। উপহার হিসেবে কি দিয়েছিলেন মাকে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৬:৫৮
Share:

মা মধু চোপড়ার সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত।

বাবার ভীষণ আদরের ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। হাতে ‘ড্যাডিজ় লিটল গার্ল’ উল্কি করা আছে তাঁর। ২০১৩ সালে মারা যান প্রিয়ঙ্কার বাবা অশোক চোপড়া। বাবার মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই মাকে নিয়ে রীতিমতো পার্টি করেন প্রাক্তন বিশ্বসুন্দরী। বাবার মৃত্যুর ৬ দিনের মাথায় ঘটা করে মা মধু চোপড়ার জন্মদিন উদ্‌যাপন করেন প্রিয়ঙ্কা। ‘উপহার’ হিসেবে এসেছিলেন জন আব্রাহাম।

Advertisement

বাবা অশোক চোপড়া মৃত্যুর দিন ছয়েকের মাথায় ৬০ বছরে পা দেন অভিনেত্রীর মা। বাড়িতে শোকের আবহ। আত্মীয়-পরিজন ভর্তি। এমন অবস্থায় মায়ের জন্মদিন উদ্‌যাপন করার সিদ্ধান্ত নেন প্রিয়ঙ্কা। যেমন ভাবা, তেমনই কাজ। বিরাট ঘটা করে আয়োজন করেন প্রিয়ঙ্কা। ডিজে বাজিয়ে নাচ করেন মা-মেয়ে। যদিও এমন কাণ্ড দেখে আত্মীয়-পরিজন খানিক অসন্তুষ্ট হন, স্বামী হারানোর শোক এত সহজে ভুলে যাওয়ায় নাকি অনেকে সমালোচনাও করেন! কিন্তু লোকের কথায় কান দেওয়ার পাত্রী নন প্রিয়ঙ্কা। তিনি নিজের মর্জির মালিক। প্রিয়ঙ্কা বলেন, ‘‘বাবা বেঁচে থাকলে তিনি নিজেও মায়ের জন্মদিনটা পালন করতেই চাইতেন। আমি সেই কাজটাই করেছি।’’ পাশপাশি, মধু সমালোচনা সহ্য করেছেন ছেলে-মেয়ের মুখ চেয়ে। তাঁর কথায়, ‘‘লোকে বলেছে, ‘দেখো কেমন নাচছে!’ কিন্তু আমি ভেবেছিলাম, আমার ছেলে-মেয়েরা এত কষ্ট করে এমন একটা সন্ধ্যার আয়োজন করেছে আমার ওদের সঙ্গ দেওয়া উচিত। আবার উপহারের মোড়কে মুড়ে নিয়ে আসে জনকে।’’ যদিও অনেকটা রাতেই জন আসেন অভিনেত্রীর মায়ের জন্মদিনে। কারণ, জনকে বরাবরই পছন্দ প্রিয়ঙ্কার মায়ের। সেই সময় ‘দোস্তানা’ ছবিতে জনের সঙ্গে কাজ করেন প্রিয়ঙ্কা। তাই সহ-অভিনেত্রীর কথা ফেলতে পারেননি জনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement