Priyanka Chopra

Priyanka Chopra: সলমনের মতো দেখতে, শাহরুখের মতো ব্যক্তিত্ব, প্রিয়ঙ্কার স্বপ্নের পুরুষ কি এমনই কেউ?

তাঁর চোখে কে ‘পারফেক্ট ম্যান’? বলিউডের একাধিক নায়কের মিলমিশেই নিখুঁত পুরুষের সংজ্ঞা দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এমন কাউকেই কি চেয়েছিলেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৩:২৫
Share:

প্রিয়ঙ্কার চোখে নিখুঁত পুরুষ কে?

কেমন হবে স্বপ্নের পুরুষ? চেহারা কিংবা গুণে কেমন পুরুষ হবে একেবারে নিখুঁত? কেমন পুরুষকে পাওয়ার সাধ থাকে জীবনে? এ নিয়ে বোধহয় কমবেশি ভাবেন সব নারীই। তারকা বলে কি স্বপ্ন দেখতে মানা? মোটেই না! তাই তাঁর চোখে ‘পারফেক্ট ম্যান’-এর সংজ্ঞা দিতে দু’বার ভাবেননি প্রিয়ঙ্কা চোপড়াও। কিন্তু কেমন সেই পুরুষ, যাঁকে পেলে হয়তো আহ্লাদে আটখানা হতেন পিগি চপস নিজেও?

Advertisement

যে সে কেউ নয়! প্রিয়ঙ্কার সেই নিখুঁত পুরুষ কিন্তু একাধিক বলিউড তারকার মিশেলে গড়া! মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই সে কথা ফাঁস করেছিলেন নায়িকা। কী বলেছিলেন তিনি?

প্রিয়ঙ্কা বলেন, ‘‘শাহরুখের মতো ব্যক্তিত্ব, হৃতিকের মতো নরম মনের, অভিষেকের মতো তেজি, সলমনের মতো দেখতে, অজয়ের মতো গভীর, আমিরের মতো আন্তরিক— সেই আমার চোখে নিখুঁত পুরুষ। আমি শাহরুখের ভীষণ ভক্ত। তাই তাঁর মতো পুরুষের প্রতি আমার দুর্বলতা একটু বেশিই। সে কথা স্বীকার করতে বাধা নেই।’’

Advertisement

মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে এখন সুখের সংসার প্রিয়ঙ্কার। সদ্য জীবনে খুশির আলো হয়ে এসেছে একরত্তি মেয়ে মালতী। তাকে নিয়েই মেতে দু’জনে। তবু তার মধ্যেই কি শাহরুখ-সলমন স্বপ্নের পুরুষ হয়ে উঁকি দেন ‘বরফি’-কন্যের মনের কোণে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement