deepika padukone

দীপিকা-রণবীরের বিয়ের মেনুতে কী কী থাকতে পারে জানেন?

ইতিমধ্যেই বিমানবন্দরে দেখা গিয়েছে দীপিকাকে। স্টানিং আউটফিটে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে মুম্বই থেকে ইতালিতে রওনা দিয়েছেন দীপিকা। রণবীরও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাত নাড়েন।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৫:০০
Share:
০১ ০৯

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। নভেম্বরের ১৪ ও ১৫ তারিখে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের এই লভ বার্ডস। তাঁদের বিয়ের পোশাক থেকে মেনু, সবকিছু নিয়েই এখন সরগরম বলিউড। কী কী থাকতে পারে দীপবীরের বিয়ের মেনুতে। দেখে নেওয়া যাক।

০২ ০৯

বিয়ের মেনু এতটাই এক্সক্লুসিভ যে, মেনু ভবিষ্যতে আর কোথাও ‘রিপিট’ করা যাবে না, এই মর্মে শেফের সঙ্গে অভিনব চুক্তিও করা হয়ে গিয়েছে। কী কী থাকতে পারে বিয়ের মেনুতে তা নিয়ে চলছে জল্পনা। ইতালিতে বিয়ে করছেন, তাই ইতালির কোনও বিশেষ পদ থাকতে পারে কি মেনুতে? তা নিয়েও চলছে আলোচনা।

Advertisement
০৩ ০৯

দীপবীরের বিয়ের মেনুতে নাকি থাকছে বিশাল একটা ওয়েডিং কেক। এই কেক কাটবেন নবদম্পতি। সুইজারল্যান্ডের কোনও বিখ্যাত শেফ এই কেক বানাবেন বলে শোনা যাচ্ছে।

০৪ ০৯

শোনা যাচ্ছে, এই বিয়েতে কোঙ্কণী স্টাইলের ভাত-সহ আরও বেশ কিছু পদ থাকছে দীপিকার বাড়ির তরফে।

০৫ ০৯

সনাতনী দক্ষিণ-ভারতীয় পদ দোসাও থাকার কথা দীপিকার বিয়ের মেনুতে। তবে তা হবে একেবারেই অন্য ধরনের।

০৬ ০৯

পাঞ্জাবী সনাতনী রান্না থাকবে রণবীরের পরিবারের তরফে। সরষোঁ দা শাক, মক্কি কা রোটি থাকছেই।

০৭ ০৯

মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনে থাকবে বিশ্বের সেরা কিছু পদ। স্পেশাল বাটার চিকেন ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের রান্না, মোঘলাই, চাইনিজ, কন্টিনেন্টাল-সহ আরও অসংখ্য পদ থাকছে। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে মেনু থাকবে এই রিসেপশনে।

০৮ ০৯

বিয়ের ডিজার্টও হবে স্পেশাল। সুইজারল্যান্ডের বিশেষ ডিজার্ট থাকার কথা দীপবীরের বিয়ের মেনুতে।

০৯ ০৯

ইতিমধ্যেই বিমানবন্দরে দেখা গিয়েছে দীপিকাকে। স্টানিং আউটফিটে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে মুম্বই থেকে ইতালিতে রওনা দিয়েছেন দীপিকা। রণবীরও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাত নাড়েন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement