Mumbai Fire Updates

বড়দিনে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ‘বিগ বস্‌’ প্রতিযোগীর বাড়ি! বেঁচে ফিরলেন প্রযোজক সন্দীপ

খবর, অঙ্কিতা লোখন্ডে আর ভিকি জৈন উদ্ধার করেছেন প্রযোজক সন্দীপ সিংহকে। বাড়ি পুড়লেও সপরিবার প্রাণে বেঁচেছেন ‘বিগ বস্‌’ প্রতিযোগী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:২৩
Share:

আগুন থেকে অক্ষত পুষ্কর জোগ, সন্দীপ সিংহ। ছবি: ফেসবুক।

বড়দিনে বিপর্যস্ত বলিউড। খবর, মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের সোরেন্টো সোসাইটি বহুতলের তিনটি তলে আগুন লাগে। আগুনে ভস্মীভূত ‘বিগ বস্‌ মরাঠি ১’-খ্যাত পুষ্কর জোগের ফ্ল্যাট। প্রাণে বেঁচেছেন তিনি এবং ওই বহুতলের আর এক বাসিন্দা প্রযোজক সন্দীপ সিংহ।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর সকালে ২৩ তলার বহুতলটিতে আচমকা আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে ১২, ১৩ ও ১৪ তলায়। বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়েছিলেন। পরে সিঁড়ি ব্যবহার করে ৩০ থেকে ৪০ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়। প্রাণ বাঁচাতে তাঁরা ১৬ তলার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। জানা গিয়েছে, ১৪ তলায় সন্দীপের ফ্ল্যাট। অঙ্কিতা লোখন্ডে আর তাঁর স্বামী ভিকি জৈন প্রযোজককে তড়িঘড়ি নিজেদের বাড়িতে নিয়ে যান।

আগুন থেকে কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হননি তিনি। খবর ছড়াতেই তিন জনপ্রিয় মুখের অনুরাগীরা শুভেচ্ছা জানান অঙ্কিতা-ভিকিকে। প্রসঙ্গত, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত-ঘনিষ্ঠ সন্দীপ লিজেন্ড স্টুডিয়োজ়ের ব্যানারে ‘আলিগড়’, ‘সর্বজিৎ’, ‘ভূমি’ এবং ‘পিএম নরেন্দ্র মোদী’-র মতো ছবি প্রযোজনা করেছেন।

Advertisement

আগুনে ভস্মীভূত পুষ্কর যোগের ফ্ল্যাট। ছবি: সংগৃহীত।

অন্য দিকে, ওই বহুতলেরই বাসিন্দা পুষ্কর জোগ। আগুনে তিনি এবং তাঁর শিশুকন্যা ফেলিসা আটকে পড়েন। এ কথা তিনি নিজেই জানান সমাজমাধ্যমে। “আমরা বেরোতে পারছি না। বাঁচান আমাদের” — এই বার্তা দিয়ে সাহায্য চান ‘মরাঠি বিগ বস্‌ ১’-এর প্রতিযোগী। পুষ্কর এবং তাঁর মেয়েকে দমকলকর্মী ও বিএমসি-র কর্মীরা উদ্ধার করেন। পরে প্রতিযোগী ধন্যবাদ জানিয়ে বার্তা দেন। আগুন তাঁদের গায়ে আঁচ়ড় কাটতে না পারলেও গ্রাস করেছে তাঁদের ফ্ল্যাট। পুড়ে ছাই পুষ্করের বহুতল আবাসনের আশ্রয়স্থল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement