Deepika Padukone

কাজের প্রতি দায়বদ্ধতার অভাব! কেন ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে বাদ পড়লেন দীপিকা?

গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবির সিকুয়েলে কি ফের দেখা যাবে দীপিকাকে? এই নিয়ে চলছিল বহু জল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৫
Share:

‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলে নেই দীপিকা! ছবি: সংগৃহীত।

দীপিকা পাড়ুকোনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবির সিকুয়েলে কি ফের দেখা যাবে দীপিকাকে? এই নিয়ে চলছিল বহু জল্পনা। অবশেষে প্রযোজনা সংস্থার তরফে জানানো হল, সিকুয়েলে নেই দীপিকা। কিন্তু কেন?

Advertisement

নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র শেষ যে ভাবে হয়েছিল, দর্শক আশা রেখেছিলেন, সিকুয়েলেও দেখা যাবে দীপিকাকে। কিন্তু তা আর হচ্ছে না। প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিস’-এর তরফে সমাজমাধ্যমে একটি পোস্টে ঘোষণা করা হল এমনই। সেখানে স্পষ্ট বলা হয়েছে, “আমরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছি, ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলে দীপিকা থাকছেন না। দীর্ঘ আলোচনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ সময় ধরে প্রথম ছবিটি তৈরি করার পরেও আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে ব্যর্থ হচ্ছি।”

এই ঘোষণার পরেই মন ভেঙেছে দীপিকার অনুরাগীদের। প্রযোজনা সংস্থার পোস্টের শেষে লেখা হয়েছে, “‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।” এই দেখে নেটাগরিকের ধারণা, দীপিকা সময় দিতে পারছেন না বলেই তাঁকে ছাড়া সিকুয়েলের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

Advertisement

গত বছর ৮ সেপ্টেম্বর মা হন দীপিকা। জানা গিয়েছিল, কিছু দিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন তিনি। শুধুই সন্তানকে সময় দেবেন, কোনও ‘ন্যানি’ রাখবেন না। ফলে ক্রমশ পিছিয়ে যাচ্ছিল ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলের কাজ। নেটাগরিকের ধারণা, এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

কয়েক মাস আগে সন্দীপ রেড্ডি বঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকেও বাদ পড়েছেন দীপিকা। অভিনেত্রী শর্ত দিয়েছেন, আট ঘণ্টার বেশি তিনি শুটিং করবেন না। সেই সঙ্গে পারিশ্রমিক লাগবে ২০ কোটি টাকা। এই শর্তের জন্য বাদ পড়তে হয় তাঁকে। দীপিকার সিদ্ধান্ত ঠিক না কি ভুল, তা নিয়ে চলেছে দীর্ঘ তরজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement