Entertainment News

সিনেমা হল পাচ্ছে না ‘রসগোল্লা’, অভিযোগ ‘উইন্ডোজ’-এর

শোনা যাচ্ছে, সমস্যার প্রাথমিক কারণ শাহরুখ খান। ওই দিনই মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘জিরো’। ওই ছবির ডিস্ট্রিবিউটাররা নাকি আগে থেকেই সব সিনেমা হল নিয়ে রেখেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৫
Share:

‘রসগোল্লা’র একটি দৃশ্যে উজান গঙ্গোপাধ্যায়।

হাতে মাত্র তিন দিন। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে পাভেলের আগামী ছবি ‘রসগোল্লা’। কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সিনেমা হল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছে প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’। নবীনা সিনেমা হল থেকে এই ছবির পোস্টারও নামিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

Advertisement

‘রসগোল্লা’র প্রযোজক সংস্থা ‘উইন্ডোজ’। অর্থাত্ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের হেঁশেল থেকে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক হিসেবে বক্স অফিসে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই পরিচালক জুটি। প্রযোজক হিসেবেও তাঁরা সাফল্য পেয়েছেন তার প্রমাণ ‘প্রজাপতি বিস্কুট’-এর মতো ছবি। সেই ‘উইন্ডোজ’-এর ছবি হল পাওয়া নিয়ে সমস্যায় পড়েছে কেন?

শোনা যাচ্ছে, সমস্যার প্রাথমিক কারণ শাহরুখ খান। ওই দিনই মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘জিরো’। ওই ছবির ডিস্ট্রিবিউটাররা নাকি আগে থেকেই সব সিনেমা হল নিয়ে রেখেছেন।

Advertisement

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন ‘উইন্ডোজ’ কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন পরিচালক পাভেল এবং ছবির দুই প্রধান মুখ উজান, অবন্তিকা। তাঁরা জানিয়েছেন, বিভিন্ন সিনেমা হলে শাহরুখ খানের ‘জিরো’র কারণে তাঁদের ছবি নেওয়া হয়নি।শাহরুখের কাছে ‘রসগোল্লা’র হল না পাওয়ার বিষয়টি বিবেচনা করার আবেদন জানিয়েছেন তাঁরা। এ ছবি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। শাহরুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সুতরাং বলি বাদশা এ বিষয়টি বুঝবেন বলেই আশা তাঁদের।

আরও পড়ুন, বাবা হচ্ছেন কবে? রণবীর বললেন…

তবে অন্য এক রসায়নও রয়েছে। ওই একই দিনে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর ছবি ‘অ্যাডভেঞ্চারস অব জোজো’। যার প্রযোজনার দায়িত্বে এসভিএফ। তাদের সঙ্গে শিবপ্রসাদের সম্পর্ক নিয়েও নানা কানাঘুষো শোনা যায় ইন্ডাস্ট্রিতে।

তা হলে সত্যিই কি ‘রসগোল্লা’র হল না পাওয়ার নেপথ্যের কারণ শুধুই শাহরুখ খান? নাকি অন্য লড়াইয়ের ইঙ্গিতও রয়েছে?

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন