কলকাতার আকাশে ভেসে বেড়াল স্কাই বেলুন, কেয়ার অব ‘শঙ্কু...’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ২১:৪০
Share:

স্কাই বেলুন।

শঙ্কু আসছে প্রথমবার বড় পর্দায়। পরিচালনায় সন্দীপ রায়। শঙ্কুর চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। আর নকুড়বাবু হয়েছেন শুভাশিষ মুখোপাধ্যায়। হাতে মাত্র তিন দিন। তারপরই শুক্রবার অর্থাৎ ডিসেম্বরের কুড়ি তারিখ বড় পর্দায় মুক্তি পাবে সেই ছবি।

Advertisement

প্রথমবার শঙ্কু। তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা টিম। আর সেই বার্তা দিতেই শহর কলকাতার বুকে ওড়ানো হল ফানুস। বাইপাসের আলো-আঁধারি রাস্তায় এই প্রথমবার আয়োজন করা হল এমন উদ্যোগের। ফানুসের গায়ে ছবির পোস্টার লাগানো। তারায় ভরা বাইপাসের আকাশে ভাসতে ভাসতে সেই স্কাই বেলুনেরা জানিয়ে দিয়ে গেল, শঙ্কু আসতে আর বেশি দেরি নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement