Shovan Ganguly

Swastika Dutta: ‘তুমি কি আমায় বিয়ে করবে’ শুনতে বেশি ভাল লাগবে, প্রেম দিবসের আগে বললেন স্বস্তিকা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪২
Share:

শোভনের সঙ্গে প্রেমের গল্প বললেন স্বস্তিকা।-

‘কে প্রথম ভালবেসেছি’?

বিখ্যাত এই গানের পংক্তি ধরে প্রশ্ন করা হলে উত্তর দিতে পারবেন না অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এক বছরের বেশি সময় ধরে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন পর্দার রাধিকা। সময় যত বাড়ে, গাঢ় হয় প্রেম। কিন্তু জানেন কি, তাঁদের প্রেমের গল্পে প্রেম নিবেদনই ছিল ব্রাত্য? প্রপোজ ডে-র দিন আনন্দবাজার অনলাইনকে সেই গল্পই শোনালেন স্বস্তিকা।

Advertisement

শোভনের সঙ্গে প্রেমের শুরুটা ঠিক কী ভাবে, তা মনে করতে পারেন না অভিনেত্রী। তবে তাঁর মনে আছে নির্দিষ্ট একটি দিনের কথা। একটি পুজো বাড়িতে গিয়েছিলেন তিনি। অন্যান্য পরিচিতদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন শোভনও। সেখানেই সকলের মাঝে নিঃশব্দে তাঁদের প্রেম আরও এক ধাপ এগিয়েছিল।

কী ভাবে?

Advertisement

স্বস্তিকা বললেন, “পুজোর প্রসাদে আমরা নাড়ু পেয়েছিলাম। নাড়ু আমার আর শোভনের খুব প্রিয়। খাওয়াদাওয়ার পর দেখলাম পাতে আর একটাই নাড়ু পড়ে। তারকা-সুলভ ভাব দেখিয়ে ওই নাড়ু আমি নিইনি। কিছু ক্ষণ পর দেখলাম শোভন অর্ধেক নাড়ু নিয়ে বাকিটা রেখে দিয়েছিল আমার জন্য। বুঝেছিলাম, কোনও শব্দ খরচ না করেও এ ভাবে ভালবাসার কথা বোঝানো যায়।”

হাঁটু মুড়ে বসে, হাতে গোলাপ ধরা বলিউডি প্রেম নিবেদন পছন্দ নয় স্বস্তিকার। শোভনের সঙ্গেও তাঁর প্রেমের শুরু বন্ধুত্ব দিয়ে। দু’জনের মধ্যে কে প্রথম ‘ভালবাসি’ বলেছিলেন, তা মনে করতে পারেন না অভিনেত্রী। স্বস্তিকার কথায়, “আলাদা করে প্রেম নিবেদনে আমি বিশ্বাসী নই। ভাল লাগার কথা অনেকেই বলেছে। কিন্তু আমি মনে করি বিয়ের প্রস্তাব দেওয়াটাই আসলে সর্ব শ্রেষ্ঠ প্রেম নিবেদন। ‘তুমি কি আমার প্রেমিকা হবে’-র থেকে ‘তুমি কি আমাকে বিয়ে করবে’ শুনতে অনেক বেশি ভাল লাগবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement