Entertainment News

এমন এথনিক সাজে কোথায় গিয়েছিলেন প্রসেনজিৎ?

শুক্রবার টলি ক্লাবে বসেছিল গ্র্যান্ড রিসেপশনের আসর। সেখানেই এমন এথনিক সাজে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে এলেন টালিগঞ্জের ‘বুম্বাদা’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৮
Share:

প্রসেনজিৎ। ছবি: টুইটারের সৌজন্যে।

পরনে অফ-হোয়াইট শেরওয়ানি। কালো ফ্রেমের চশমা। আর চওড়া হাসি। ব্যাকগ্রাউন্ডে আলোর মালায় সাজানো। লাল কার্পেটে মোড়া রাস্তার এক পাশে এমন ভাবেই দাঁড়িয়ে পোজ দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু গিয়েছিলেন কোথায় বলুন তো?

Advertisement

হ্যাঁ, গেসটা ঠিকই করেছেন। টলি ক্লাবে তারকা দম্পতির রিসেপশন পার্টিতে। তারকা দম্পতি কারা?

রিসেপশন পার্টিতে গৌরব-ঋদ্ধিমা। ছবি: টুইটারের সৌজন্যে।

Advertisement

গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। গৌরব-ঋদ্ধিমার বহু প্রতীক্ষিত বিয়ে হয়েছে গত ২৮ নভেম্বর। শুক্রবার টলি ক্লাবে বসেছিল গ্র্যান্ড রিসেপশনের আসর। সেখানেই এমন এথনিক সাজে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে এলেন টালিগঞ্জের ‘বুম্বাদা’।

আরও পড়ুন, গৌরব-ঋদ্ধিমা নাকি টম অ্যান্ড জেরি! কেন জানেন?

আরও পড়ুন, সাতপাকে বাঁধা পড়লেন গৌরব-ঋদ্ধিমা, রইল বিয়ের অ্যালবাম

রিসেপশনের পার্টিতে গৌরব-ঋদ্ধিমার সাজও ছিল নজরকাড়া। বিয়ের দিনের মতো এ বার আর ট্র্যাডিশনাল নয়, বরং মিক্স অ্যান্ড ম্যাচেই সাজ সেরেছিলেন নবদম্পতি। গৌরব পরেছিলেন নীল স্যুট এবং ঋদ্ধিমার পরনে ছিল লাল-গোলাপি লেহঙ্গা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement