Mika Singh on Shah Rukh Khan

হিরের আংটি উপহার দিয়েছিলেন মিকা, মহার্ঘ্য অলঙ্কার নিয়ে কী করেছিলেন শাহরুখ?

প্রথম সাক্ষাতেই শাহরুখকে দেখে খুবই ভদ্র ও মার্জিত লেগেছিল বলে জানান মিকা। এর পরে এক দিন উপহার স্বরূপ শাহরুখকে একটি হিরের আংটি উপহার দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৯:১৮
Share:

শাহরুখকে হিরের আংটি দিয়েছিলেন মিকা! ছবি: সংগৃহীত।

শুধু অভিনয় নয়। শাহরুখ খানের ব্যক্তিত্বেও মুগ্ধ অনেকে। তাঁদের মধ্যে অন্যতম মিকা সিংহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেন মিকা। এক সময় বলিউডের বাদশাহকে একটি হিরের আংটি উপহার দিয়েছিলেন পঞ্জাবি গায়ক। কেমন ছিল শাহরুখের প্রতিক্রিয়া জানিয়েছেন মিকা।

Advertisement

প্রথম সাক্ষাতেই শাহরুখকে দেখে খুবই ভদ্র ও মার্জিত বলে মনে হয়েছিল মিকার। এর পরে এক দিন উপহার স্বরূপ শাহরুখকে একটি হিরের আংটি দিয়েছিলেন তিনি। সেই আংটির দাম ছিল প্রায় ৫০ লক্ষ টাকা। প্রথমে সেই উপহার সাদরে গ্রহণ করেছিলেন শাহরুখ। কিন্তু পরের দিন সকাল হতেই মিকাকে ফোন করেন বলি তারকা। শাহরুখ সেই আংটি ফিরিয়ে দিতে চেয়েছিলেন। আংটির আকাশছোঁয়া দাম বলেই এই উপহার নিয়ে তিনি ইতস্তত বোধ করছিলেন। তার পর থেকেই দু’জনের সখ্য আরও দৃঢ় হয়।

একবার এমনও হয়েছে, ছবির সেট থেকে মিকার গাড়ি নিয়ে নিজের বাড়ি চলে গিয়েছেন শাহরুখ। তার পরে তিন মাস সেই গাড়ি নিজের কাছেই রেখে দিয়েছিলেন।

Advertisement

মিকা সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি জীবনে তিন জন মানুষের জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলেন। গায়কের কথায়, “আমি বচ্চনজিকেও (অমিতাভ বচ্চন) একটা হিরের আংটি দিয়েছিলাম। গুরুদাস মানকেও দিয়েছিলাম। তবে সবার আগে শাহরুখকে হিরের আংটি দিয়েছিলাম। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, জীবনে এই তিন জনের জন্য কিছু যেন করতে পারি।”

শুধু শাহরুখ নয়। তাঁর স্ত্রী গৌরী খানেরও গুণমুগ্ধ মিকা। নিজের সাধের বাড়ির অন্দরসজ্জা গৌরীকেই দিয়েই করিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement