Entertainment News

অল ইন্ডিয়া ক্রিটিক চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড জিতল ‘পিউপা’

‘পিউপা’র এই পুরস্কার নিঃসন্দেহে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও গর্বের বিষয়। চলতি ধারার থেকে আলাদা করে গল্প সাজিয়েছিলেন ইন্দ্রাশিস। তা কুর্ণিশ আদায় করে নিয়েছিল বড় অংশের দর্শকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ১৮:৪৪
Share:

‘পিউপা’র দৃশ্যে রাহুল, সুদীপ্তা এবং কমলেশ্বর।

ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ‘পিউপা’ মুক্তি পেয়েছিল ২০১৮-এ। এক বছর পরেও জয়যাত্রা অব্যাহত। অল ইন্ডিয়া ক্রিটিক চয়েস ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিল এই ছবি। দিন কয়েক আগে মুম্বইতে পুরস্কার গ্রহণ করতে গিয়েছিলেন পরিচালক স্বয়ং।

Advertisement

‘পিউপা’র এই পুরস্কার নিঃসন্দেহে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও গর্বের বিষয়। চলতি ধারার থেকে আলাদা করে গল্প সাজিয়েছিলেন ইন্দ্রাশিস। তা কুর্ণিশ আদায় করে নিয়েছিল বড় অংশের দর্শকের।

মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে ফেরে ছেলে। মনকেমন নিয়ে ফের বিদেশের কর্মস্থলে ফিরে যাওয়ার সময়ই হঠাত্ই বাবার সেরিব্রাল হয়। চিকিত্সক সময় বেঁধে দেন আর মাত্র ১০-১৫ দিন আয়ু। ছেলে আটকে পড়ে। কিন্তু ১০-১৫ দিন পরেও বাবা বেঁচে থাকেন। আর এই বেঁচে থাকাটাই তখন সমস্যা হয়ে দাঁড়ায়! ঠিক এই বাস্তব চিত্রটাই এই ছবিতে তুলে ধরেছিলেন পরিচালক। এখনও পর্যন্ত মোট ১৪ টি অ্যাওয়ার্ড এল ‘পিউপা’র ঝুলিতে।

Advertisement

আরও পড়ুন, ‘আমি বেকার, কারও কাছে পার্ট আছে?’

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement