Karishma Sharma meets with an accident

চলন্ত ট্রেন থেকে হঠাৎ ঝাঁপ! ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘পেয়ার কা পঞ্চনামা ২’ অভিনেত্রী, কেমন আছেন এখন?

হিন্দি ধারাবাহিক, ওয়েব সিরিজ় ও সিনেমার জনপ্রিয় মুখ করিশ্মা শর্মা। কেন হঠাৎ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭
Share:

অভিনেত্রী করিশ্মা শর্মা। ছবি: সংগৃহীত।

আচমকা ট্রেন থেকে ঝাঁপ। বড় দুর্ঘটনার সম্মুখীন অভিনেত্রী করিশ্মা শর্মা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হতে হয় ‘পেয়ার কা পঞ্চনামা ২’ ছবির অভিনেত্রীকে। নিজেই সে কথা জানালেন করিশ্মা। কিন্তু কেন ঝাঁপ দিলেন?

Advertisement

বৃহস্পতিবার, সমাজমাধ্যমে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা ভাগ করলেন অভিনেত্রী। ভয়াবহ দুর্ঘটনার জেরে মাথায় চোট পেয়েছেন অভিনেত্রী। বুধবারের ঘটনা। অভিনেত্রী লেখেন, “গতকাল, চার্চগেটের উদ্দেশে শুটের জন্য রওনা দিয়েছিলাম। শাড়ি পরে ট্রেনে করে যাওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনে উঠেও পড়েছিলাম। তার পরেই খেয়াল করি যে আমার বন্ধুরা উঠতে পারেনি। এ দিকে তত ক্ষণে ট্রেনের গতি বেড়ে গিয়েছে। ভয় পেয়ে, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত চিত হয়ে পড়ি, মাথায় প্রচণ্ড জোর আঘাত পাই।”

পোস্টে অভিনেত্রী লেখেন, তাঁর শরীরে ক্ষত ভরে গিয়েছে। পিঠে চোট পেয়েছেন, মাথা ফুলে গিয়েছে, জানিয়েছেন তিনি। করিশ্মা যোগ করেন, “চিকিৎসকের পরামর্শে এমআরআই করিয়েছি। একটা দিন নজরদারিতে রাখা হয়েছিল আমাকে, মাথার চোট কতটা গুরুতর পরীক্ষা করার জন্য।” অনুরাগীদের কাছে নিজের দ্রুত আরোগ্য কামনার অনুরোধ জানিয়েছেন তিনি। বলেছেন, “গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি। কিন্তু, শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালবাসা পাঠাবেন।”

Advertisement

‘হোটেল মিলান’, ‘ফস্‌তে ফসাতে’, ‘উজড়া চমন’, ‘এক ভিলেন রিটার্নস্‌’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন করিশ্মা। তাঁকে দেখা গিয়েছে একাধিক ওয়েব সিরিজ় ও হিন্দি ধারাবাহিকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement