Entertainment News

ফেসবুকে বিকৃত করা হচ্ছে শ্রাবণীর গাওয়া রবীন্দ্রসঙ্গীত, ক্ষুব্ধ শিল্পী

অভিযোগ, শিল্পীর অনুমতি না নিয়ে ‘রুচিহীন’ ভাবে গান ফেসবুকে শেয়ার করা হচ্ছে। নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ হয়ে রবীন্দ্রসংগীত শিল্পী শ্রাবণীর শিক্ষাকেই উলটে প্রশ্ন তুলে নানা কথা বলতে শুরু করেছেন। কী বলছেন শ্রাবণী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ১৩:২৭
Share:

শ্রাবণী সেন।

তাঁর গাওয়া 'শাঙন গগনে ঘোর ঘনঘটা' বিকৃত করা হয়েছে ফেসবুকে। এমনই অভিযোগ করলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন।

রবিপক্ষের হুজুগে ক্ষুব্ধ শ্রাবণী সেন। তাঁর রেকর্ড করা 'শাঙন গগনে' গানে মনের মাধুরী দিয়ে বজ্র বিদ্যুৎ-এর শব্দ দিয়ে গানকে অন্য ভাবনায় তুলে ধরেছে শান্তিনিকেতন নামে এক ফেসবুক পেজ। 'শান্তিনিকেতন' নামের সূত্র নিয়ে অনেক পেজ আছে ফেসবুকে। কিন্তু এই বিশেষ পেজটি Santiniketan (শান্তিনিকেতন)নামে রয়েছে।

Advertisement

অভিযোগ, শিল্পীর অনুমতি না নিয়ে ‘রুচিহীন’ ভাবে গান ফেসবুকে শেয়ার করা হচ্ছে। নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ হয়ে রবীন্দ্রসংগীত শিল্পী শ্রাবণীর শিক্ষাকেই উলটে প্রশ্ন তুলে নানা কথা বলতে শুরু করেছেন। কী বলছেন শ্রাবণী?

আরও পড়ুন, ‘হেমলক সোসাইটি’র ও রকম হিট গানের পরেও অনুপম আর ডাকল না: লোপামুদ্রা

Advertisement


অভিযোগ, শিল্পীর অনুমতি না নিয়ে ‘রুচিহীন’ ভাবে গান ফেসবুকে শেয়ার করা হচ্ছে।

‘‘আমি বিষয়টার কিছুই জানতাম না।আমি হায়দরাবাদে অনুষ্ঠানে। শৈবাল বসু আমায় জানান পুরো বিষয়টা। 'শাঙন গগনে' গানটা অবশ্যই আমার গাওয়া। তবে যাঁরা আমার শিক্ষাগত যোগ্যতাকে টেনে এনে আমার রুচি সম্পর্কে অন্যায় মন্তব্য করছেন তাঁদের জন্য বলি, আমার রেকর্ড করা অংশের মধ্যে জোর করে বাজ, বৃষ্টি এ সব ঢোকানো হয়েছে। আমার দীর্ঘ সঙ্গীত জীবনে আমার শ্রোতারা জানেন আমি কেমন ধারার গান করি। এই বিকৃতকরণ আমার মস্তিষ্কপ্রসূত নয়।তাই এই অন্যায় মন্তব্যের দায় আমি নিতে পারি না। ওই গানের ভিডিয়ো সংক্রান্ত তথ্য দিয়ে ফেসবুকে এবং সাইবার সেলে চিঠি দেব।’’ জানালেন শ্রাবণী।


কোথায় যাচ্ছি আমরা? প্রশ্ন রাখলেন ক্ষুব্ধ শ্রাবণী!

'কী ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমার রেকর্ড করা যে কোনো গান যা খুশি করে তো ফেসবুক দিয়ে দিতে পারে লোকে। আমি আনন্দবাজার ডিজিটালকে ফেসবুকের কমেন্ট পেজ শেয়ার করেছি। তাতে লেখাও হয়েছে নাটকীয়তার জন্য নাকি এই কাজ করা হয়েছে। কী চমৎকার! আমার গাওয়া রবীন্দ্রনাথের গান, তাঁরা ঠিক করবেন কতটা নাটকীয় হবে? সমস্ত শিল্পীদের জন্যই তো ভয়ঙ্কর এক সময়। অনুমতি ছাড়াই রেকর্ড করা গান নিয়ে যে যা খুশি করবে। কোথায় যাচ্ছি আমরা? প্রশ্ন রাখলেন ক্ষুব্ধ শ্রাবণী!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন