কোন কাহিনি শোনালেন রাঘব? ছবি: সংগৃহীত।
মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছেলের পরিচালনায় তৈরি প্রথম সিরিজ়, ‘দ্য ব্যাডস অফ বলিউড’। একাধিক তাবড় তারকার দেখা মিলেছে আরিয়ান খানের সিরিজ়ে। মুক্তি পাওয়ার পর থেকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে রাঘব জুয়াল ও ইমরান হাশমী অভিনীত একটি দৃশ্য। কী ভাবে ওই দৃশ্যের জন্য নিজেকে তৈরি করেছিলেন রাঘব?
সিরিজ়ের গল্প অনুযায়ী, রাঘব অভিনীত পারভেজ় চরিত্রটি ইমরান হাশমীর অন্ধভক্ত। ওই নির্দিষ্ট দৃশ্যটিতে দেখা যাচ্ছে ২০০৪ সালের জনপ্রিয় হিট্ গান ‘কহো না কহো’ গেয়ে শোনাচ্ছেন রাঘব। অভিনেতার কথায়, ওই দৃশ্যের যে প্রতিক্রিয়া তিনি পাচ্ছেন, তেমনই আশা করেছিলেন। আরিয়ানও তেমনই মনে করেন। রাঘব বলেন, “ভাল সাড়া পেয়েছি। আমি আর আরিয়ান যদিও এমনটাই আশা করেছিলাম। এই চরিত্রের জন্য প্রচুর খেটেছি এবং নতুন কিছু করার চেষ্টা করেছি। খুব মজাও পেয়েছি।”
রাঘব আরও বলেন, “ইমরান স্যর এলেন, ওই দৃশ্যটা শুট হল। আমি তো কাঁদতে শুরু করে দিয়েছিলাম! আর সেটা এরকম একটা দৃশ্যে পরিণত হল— খুব মন দিয়ে কাজটা করেছি।” দৃশ্যে তিনি গানের আরবি অংশও নকল করে গাওয়ার চেষ্টা করেছেন। মজার আবহেই ওই দৃশ্য তৈরি হয়েছে, এবং পর্দায় রাঘবের চোখে জলও দেখা গিয়েছে।