পরকীয়ায় জড়িয়ে সেপারেশনে বাধ্য হলেন রঘু!

সেপারেশনই সত্যি হল রঘু রামের জীবনে। দিন কয়েক ধরেই বি-টাউনে গুঞ্জন শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল, রিয়ালিটি শো ‘রোডিস’-খ্যাত রঘুর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর স্ত্রী সুগন্ধা গর্গের। এত দিনে সে তথ্যকেই সমর্থন করলেন খোদ রঘু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ১২:৪৬
Share:

সেপারেশনই সত্যি হল রঘু রামের জীবনে। দিন কয়েক ধরেই বি-টাউনে গুঞ্জন শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল, রিয়ালিটি শো ‘রোডিস’-খ্যাত রঘুর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর স্ত্রী সুগন্ধা গর্গের। এত দিনে সে তথ্যকেই সমর্থন করলেন খোদ রঘু। তিনি জানিয়েছেন, ‘‘এটা ঠিক খবর। আমাদের সেপারেশন চলছে।’’

Advertisement

যদিও কেন এই বিচ্ছেদ তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এই প্রাক্তন দম্পতি। তবে বলিউডের একটা অংশের দাবি, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন রঘু। আর তা জানতে পেরেই সুগন্ধার সঙ্গে অশান্তি হয় তাঁর। দিনের পর দিন এটা চলতে থাকায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দু’জনেরই। এই সম্পর্ক ভাঙার পিছনে কোন মহিলা রয়েছেন তা অবশ্য এখনও জানা যায়নি।

আরও পড়ুন, সানি লিওনের মৃত্যু মানতে পারেন না ভাই

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement