রাহুল প্রত্যুষাকে খুন করতে পারেন না! বললেন আরবাজ

“প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যুর পিছনে রাহুলের হাত রয়েছে, বিশ্বাস করি না। প্রত্যুষা-রাহুল একে অপরকে ভীষণ ভালবাসতেন।”— এমনটাই এ দিন বললেন আরবাজ খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ২০:৫৯
Share:

“প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যুর পিছনে রাহুলের হাত রয়েছে, বিশ্বাস করি না। প্রত্যুষা-রাহুল একে অপরকে ভীষণ ভালবাসতেন।”— এমনটাই এ দিন বললেন আরবাজ খান।

Advertisement

বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল রাজ সিংহ ‘পাওয়ার কিং’ নামে একটি রিয়েলিটি শো’তে অংশ নিয়েছিলেন। তাতে হোস্ট ছিলেন আরবাজ। ওই শো চলাকালীন খুব কাছ থেকে প্রত্যুষা আর রাহুলকে দেখেছিলেন। প্রত্যুষাকে খুনের অভিযোগে সন্দেহের তির রাহুলের দিকে। প্রত্যুষার বন্ধুদের অভিযোগ, আত্মহত্যা নয়, এটা খুনের ঘটনা। তাঁকে খুন করা হয়েছে। আরবাজ সাংবাদিকদের জানান, রাহুল এই ধরনের কিছু করতে পারে বলে তাঁর মনে হয় না।

আরও পড়ুন

Advertisement

প্রত্যুষার মৃত্যু শ্বাসরুদ্ধ হয়েই, আভাস অটোপ্‌সি রিপোর্টে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement