Entertainment News

প্রত্যুষার নাম ব্যবহার করে টাকা রোজগার করতে চাইছে কাম্য, অভিযোগ রাহুলের

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত শেষ ছবি অনলাইনে মুক্তি পাবে আগামী ১ এপ্রিল। তাঁর মৃত্যুর ঠিক এক বছর পরে। গোটা উদ্যোগের নেপথ্যে রয়েছেন প্রত্যুষার বান্ধবী কাম্য পঞ্জাবি। এই উদ্যোগ নিয়ে কাম্যকে একহাত নিলেন প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ১৬:২৭
Share:

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত শেষ ছবি অনলাইনে মুক্তি পাবে আগামী ১ এপ্রিল। তাঁর মৃত্যুর ঠিক এক বছর পরে। গোটা উদ্যোগের নেপথ্যে রয়েছেন প্রত্যুষার বান্ধবী কাম্য পঞ্জাবি। এই উদ্যোগ নিয়ে কাম্যকে একহাত নিলেন প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহ। তাঁর দাবি, ‘‘প্রত্যুষার নাম ব্যবহার করে কাম্য টাকা রোজগার করতে চাইছে।’’ কাম্যর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগও দায়ের করেছেন রাহুল। প্রসঙ্গত, প্রত্যুষার মৃত্যুতে প্রাথমিক ভাবে অভিযোগের আঙুল উঠেছিল রাহুলের দিকেই।

Advertisement

ছবির নাম ‘হম কুছ কহে না সকে’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রোমো। সেখানে প্রত্যুষা ও কাম্যকে দেখা যাচ্ছে। রাহুল নামের এক চরিত্রের সঙ্গে প্রত্যুষার সংঘাত দেখা যাবে ছবিতে। সংবাদমাধ্যমে কাম্য বলেছেন, ‘‘যদিও এটা একটা কাহিনি চিত্র। কিন্তু এখানে এমন কিছু দেখা যাবে যা প্রত্যুষার সঙ্গে বাস্তবেও হয়েছিল। মানসিক আঘাত থেকে নেশায় আসক্তি। ওর রিল আর রিয়েল লাইফের মধ্যে ইন্টারলিঙ্ক করার চেষ্টা করেছি আমরা। আমার মনে আছে ইমোশনাল দৃশ্যের শুটিংয়ের সময় প্রত্যুষাকে একটুও গ্লিসারিন ব্যবহার করতে হয়নি।” জানা গিয়েছে, মৃত্যুর দেড় মাস আগে এই ছবির শুটিং করেছিলেন প্রত্যুষা।

আরও পড়ুন, প্রথম মৃত্যুবার্ষিকীতেই মুক্তি পাবে প্রত্যুষার শেষ ছবি

Advertisement

অভিযোগ পত্রে রাহুল লিখেছেন, ‘‘গত বছর আমার বান্ধবীকে হারিয়েছি। গত ২৭ মার্চ আমি পড়লাম কাম্য একটা শর্ট ফিল্ম রিলিজ করাবে যা প্রত্যুষাকে নিয়ে তৈরি। সেখানে আমার চরিত্র খুব ভুল ভাবে দেখানো হয়েছে। এমনকী প্রত্যুষার পুরনো কিছু ভিডিও নতুন বলে ব্যবহার করেছে কাম্য।’’

এই ছবিতে একটি চরিত্রের নাম রাহুল। তা কেন রাখা হল? যেখানে বাস্তবে প্রত্যুষার বয়ফ্রেন্ড ছিলেন রাহুল রাজ সিংহ এবং প্রত্যুষার মৃত্যুর পর যাবতীয় অভিযোগের আঙুল উঠেছিল তাঁর দিকেই? কাম্যর উত্তর, ‘‘ওটা প্রত্যুষার সিদ্ধান্ত ছিল।’’

রাহুলের লিখিত অভিযোগের কথা শুনে কাম্য বলেছেন, ‘‘এই ছবি থেকে যা আয় হবে আমি সবটাই প্রত্যুষার বাবা-মায়ের হাতে তুলে দেব। সমস্যা থেকে পালিয়ে না গিয়ে সেগুলির সঙ্গে লড়াই করা উচিত, এটা সবাইকে বুঝতে হবে। আমার বন্ধু নীরু নিখাত এই ছবির প্রযোজক। কিছুদিন আগে ফোন করে ওই বলল, ছবিটা রিলিজ করানো যাক। আমি রাজি হয়েছিলাম।’’

আরও পড়ুন, শিরিষের পর যোগীকে বিঁধলেন টুইঙ্কলও

‘বিগ বস’এ এক সঙ্গে অংশগ্রহণ করার পর থেকে বন্ধুত্ব জমে ওঠে প্রত্যুষা ও কাম্যর। শেষ দিন পর্যন্ত কাম্যর সঙ্গে একই রকম বন্ধুত্ব বজায় ছিল প্রত্যুষার। এমনকী ব্যক্তিগত জীবনের অনেক কথাও তিনি কাম্যর সঙ্গেই শেয়ার করতেন। প্রিয় বন্ধুকে প্রতি মুহূর্তে মিস করেন কাম্য। তাই তাঁর মৃত্যুর প্রথমবার্ষিকীতেই এই ছবিটা রিলিজ করার সিদ্ধান্ত অনেকটা প্রত্যুষার কথা ভেবেই বলে জানিয়েছেন কাম্য। _ 🙏 !!!

_ 🙏 !!!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন