জোজোর সিকুয়েল ঘোষণা করলেন রাজ

পরিচালক রাজ চক্রবর্তীও মানলেন সে কথা, ‘‘ছবি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখেই সিকুয়েলের পরিকল্পনা করলাম আমরা।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০০:২৩
Share:

ছবিতে যশোজিৎ

আবার অ্যাডভেঞ্চারে যাবে জোজো। এ বার তার অভিযান যেমন সফল হয়েছে, তেমনই নির্মাতারা বক্স অফিস থেকে ভাল ফল পেয়েছেন। সেই কারণেই জোজোর অ্যাডভেঞ্চার নিয়ে ফ্র্যাঞ্চাইজ়ি করতে চাইছে নির্মাতা সংস্থা। পরিচালক রাজ চক্রবর্তীও মানলেন সে কথা, ‘‘ছবি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখেই সিকুয়েলের পরিকল্পনা করলাম আমরা।’’

Advertisement

তবে এখনই নয়, সময় নিয়ে আরও বড় করে দ্বিতীয় ছবিটা করতে চান রাজ। ‘‘প্রথম ছবিতে একটা ধাপ পেরিয়েছি। পরের ছবির ক্যানভাস আরও বড় হবে। যে ভাবে ধাপে ধাপে একটা ফ্র্যাঞ্চাইজ়ি তৈরি হয় সে ভাবেই,’’ বলছিলেন পরিচালক।

প্রথম অভিযান দেশে হলেও সিকুয়েলে জোজোকে বিদেশ পাড়ি দিতেও দেখা যেতে পারে। জোজোর চরিত্রে যশোজিৎ বন্দ্যোপাধ্যায়ই থাকবে। সামিউল আলম পরের ছবিতেও থাকবে কি না, সেটা গল্প কেমন হবে তার উপরে নির্ভর করছে। রাজ জানালেন, গল্প নিয়ে চিন্তাভাবনা চলছে। এ বছর না হলেও আগামী বছরের শীতে দর্শক জোজোর অভিযানের সাক্ষী হতে চলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement