মিটিল, বাবিলের সম্পর্কে অন্য মোড়? ছবি: সংগৃহীত।
‘চিরসখা’ ধারাবাহিকে নতুন সমীকরণ! এক দিকে, কমলিনী-স্বতন্ত্র যেমন আছে। এ বার গল্পের মোড় ঘুরেছে বাবিল এবং মিটিলের দিকে। কমলিনীর ছোট ছেলে বাবিলের সঙ্গে সম্পর্কে মিটিল। দৃশ্যে দেখানো হয়েছে, প্রেমিকের থেকেও হবু শ্বশুরবাড়ির বাকি সদস্যদের বেশি গুরুত্ব দেয় সে, যা প্রভাব ফেলছে তাদের সম্পর্কে। এই গল্পে সমালোচিত মিটিল। এ ক্ষেত্রে পর্দার বাবিল কী বলল?
বাবিল চরিত্রে দর্শক দেখছে অভিনেতা রাজা গোস্বামীকে। আর মিটিলের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী লাভলি মৈত্রকে। এখানেই এক ত্রিকোণ প্রেমের আঁচ পাচ্ছে অনুরাগীরা। দর্শকের একাংশের মতে প্রেমিককে গুরুত্ব না দিয়ে যদি তার পরিবারকে কেউ বেশি গুরুত্ব দেয়, এ ধরনের সমস্যা হতেই পারে।
অভিনেতা রাজার মতে, ছেলেমেয়ে নির্বিশেষে জীবনে প্রত্যেকেই নানা ধরনের চরিত্রে অভিনয় করে। কখনও সে কারও মেয়ে, কারও স্ত্রী আবার কারও মা। ছেলেদের ক্ষেত্রেও তাই। রাজা বললেন, “মা-বাবা, স্ত্রী বা স্বামী, সন্তানদের সঙ্গে কে কী ভাবে ব্যবহার করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সবাই এই সমতা বজায় রাখতে পারে না। তখনই হয় মুশকিল। কাউকে বেশি সময় দিল, আর হয়তো কেউ কম সময় পেল। সেই সূক্ষ্ম ফারাকই অনেকটা ফাঁকা জায়গার সৃষ্টি করে। আর যে সঠিক ভাবে সব সম্পর্ককে লালন করতে পারে তার কোনও সমস্যাই থাকে না। এ ক্ষেত্রেও বাবিল আর মিটিল একই পরিস্থিতিতে।”
পর্দায় যা হচ্ছে সবটাই অবশ্য লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের কলমের জাদু, মত রাজার। সম্পর্কের এমন সমীকরণ ছোটপর্দায় যে ফুটিয়ে তোলা যায়, সেটাই তাঁর কাছে অকল্পনীয়।