satish shah death reason

কিডনি বিকল হয়নি সতীশের, ঠিক কী কারণে মৃত্যু অভিনেতার? সত্যি এল প্রকাশ্যে

এত দিন যা জানতেন সকলে, তা নাকি আদৌ সত্যি নয়। সতীশের মৃত্যু হল কী ভাবে? ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের সহ-অভিনেতা রাজেশ কুমারের কী মত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৬:৫৮
Share:

সতীশ শাহ। ছবি: সংগৃহীত।

সতীশ শাহের মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। গত শনিবার ২৫ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। কিডনির অস্ত্রোপচার হয়েছিল তাঁর। তার পর যদিও সুস্থ ছিলেন তিনি। আচমকা শারীরিক অবস্থার অবনতি ঘটে। জানা যায়, কিডনি বিকল হয়ে মারা যান অভিনেতা। কিন্তু, সতীশের মৃত্যু প্রসঙ্গে ভিন্ন মত ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের সহ-অভিনেতা রাজেশ কুমারের।

Advertisement

গত কয়েক দিন একটা শোকের মধ্যে আছেন সতীশের সহকর্মীরা। রাজেশের কথায়, ‘‘সতীশ ওঁর বান্দ্রার বাড়িতে খাবার খাচ্ছিলেন। তখনই বুকে যন্ত্রণা শুরু হয়। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সতীশের কিডনির সমস্যা থাকলেও তা নিয়ন্ত্রণে ছিল।’’ দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের তাঁর বাড়িতে পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের স্রষ্টা জেডি মাজেথিয়া জানিয়েছেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফোনে ছোটপর্দার স্ত্রী রত্না পাঠক শাহের সঙ্গে কথাও বলেছিলেন সতীশ। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না, এমন কিছু ঘটে গেল। কারণ, শনিবার সকাল ১১টায় অতীশ কাপাডিয়ার সঙ্গে ওঁর অনেক ক্ষণ কথা হয়। তার পরে দুপুর ১টার সময়ে রত্নাজির সঙ্গেও কথা বলেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement