বন্যা দুর্গতদের ১০ লক্ষ টাকা দিলেন রজনীকান্ত

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর জনজীবন। এখনও মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করলেন রজনীকান্ত। তিনি ছাড়াও শিবকুমার, ধনুশ, বিক্রম প্রভুর মতো দক্ষিণী অভিনেতারাও আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৫ ১৬:২৩
Share:

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর জনজীবন। এখনও মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা দান করলেন রজনীকান্ত। তিনি ছাড়াও শিবকুমার, ধনুশ, বিক্রম প্রভুর মতো দক্ষিণী অভিনেতারাও আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছে।

Advertisement

দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ টুইটারে শেয়ার করছেন তাঁর অভিজ্ঞতা। তিনি লিখেছেন, ‘সুরক্ষার জন্য বিদ্যুত্ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি না থামা পর্যন্ত অন্ধকারেই থাকতে হবে। সারা বাড়িতে ড্রেনের জল ঢুকে গিয়েছে। আমরা ভাসছি। তামিলনাড়ুকে একমাত্র ভগবানই এখন বাঁচাতে পারেন।’

এই পরিস্থিতিতে প্রশাসনের আশঙ্কা বাড়িয়ে আজ আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী চার দিন চেন্নাই-সহ তামিলনাড়ুর বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আরও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।সব চেয়ে খারাপ অবস্থা রেল ও বিমান পরিষেবার। প্রশাসনিক সূত্রের খবর, অতিরিক্ত বৃষ্টির জেরে ডুবেছে চেন্নাই বিমানবন্দর। রানওয়েতে জল ঢুকে পড়ায় আজ সারাদিন সব উড়ান বাতিল করা হয়েছে।

Advertisement

নানা জায়গায় ডুবেছে রেল লাইনও। এ দিন বাতিল হয়েছে ১২টা ট্রেন। ঘুরিয়ে দেওয়া হয়েছে আরও ১১টি ট্রেন। পরিস্থিতি আরও কঠিন হতে পারে এই আশঙ্কায় আগামী কয়েক দিন পুলিশ, দমকল, উপকূলরক্ষী বাহিনী-সহ জাতীয় ও রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন