rajkumar rao

Rajkumar Rao: বিয়ে চণ্ডীগড়ে

দু’জনের পরিবার, কিছু আত্মীয়স্বজন ও ইন্ডাস্ট্রির কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু থাকছেন নিমন্ত্রিতের তালিকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ০৮:০৮
Share:

রাজকুমার-পত্রলেখা

দীর্ঘ দশ বছর প্রেম করার পরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখা। প্রথমে শোনা যাচ্ছিল তাঁরা রাজস্থানের জয়পুরে বিয়ে করবেন। তবে সূত্রের খবর, বিয়ে হবে চণ্ডীগড়ে। ইতিমধ্যেই শিলং থেকে পত্রলেখার পরিবার বিবাহবাসরে পৌঁছে গিয়েছে। রাজকুমারের পরিবারও বৃহস্পতিবারের মধ্যে পৌঁছে যাবে বিয়ের ভেনুতে। বৃহস্পতিবারই বিয়ের অনুষ্ঠান হবে বলে শোনা যাচ্ছে।

Advertisement

আর রিসেপশনের ব্যবস্থা করা হচ্ছে ১৩ নভেম্বর। দু’জনের পরিবার, কিছু আত্মীয়স্বজন ও ইন্ডাস্ট্রির কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু থাকছেন নিমন্ত্রিতের তালিকায়। অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখেই ছিমছাম বিয়ের আয়োজন করেছেন রাজকুমার-পত্রলেখা। গোটা বিষয়টিই মিডিয়ার নজরের আড়ালে রাখতে চাইছেন তাঁরা। বিয়ের পরে হাতে বিশেষ কাজ রাখেননি রাজকুমার। জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে তাঁর ‘বধাই দো’ ছবিটি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন