Rajkummar-Patralekha Blessed With Baby Girl

স্মরণীয় চতুর্থ বিবাহবার্ষিকী! রাজকুমার-পত্রলেখার কোলে প্রথম সন্তান, পুত্র এল না কন্যা?

ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের পর বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা। সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নিয়েছেন তারকাদম্পতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ০৯:৪১
Share:

নতুন বাবা-মা রাজকুমার রাও-পত্রলেখা। ছবি: ইনস্টাগ্রাম।

সাল ২০২৫ যেন বলিউডে তারকাসন্তানদের জন্মের বছর! এ বছর পরপর মা-বাবা হলেন কিয়ারা আডবাণী-সিদ্ধার্থ মলহোত্র, পরিণীতি চোপড়া-রাঘব চড্ডা, ক্যাটরিনা কইফ-ভিকি কৌশল। শনিবার সেই তালিকায় নতুন সংযোজন রাজকুমার রাও-পত্রলেখা। খবর, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেতা-পত্নী।

Advertisement

নতুন মা-বাবা হয়ে উচ্ছ্বসিত পত্রলেখা-রাজকুমার। এ দিন তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী। সে কথা উল্লেখ করে রাজকুমার বার্তায় লেখেন, “আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন।” পরে উভয়ে একটি যৌথ বার্তায় সকলের সঙ্গে ভাগ করে নেন সুখবর। লেখেন, “আনন্দের চোটে যেন চাঁদে পৌঁছে গিয়েছি! ঈশ্বর আমাদের কোলে কন্যাসন্তান পাঠিয়েছেন। আমরা খুব খুশি।” ভাল আছেন সদ্যোজাত এবং নতুন মা।

প্রসঙ্গত, এক দশক সম্পর্কে থাকার পর বিয়ের পিঁড়িতে বসেন রাজকুমার-পত্রলেখা। ২০২১-এর ১৫ নভেম্বর গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়ের পর থেকে একাধিক বার পত্রলেখার অন্তঃসত্ত্বা হওয়ার ভুয়ো খবর ছড়িয়েছে। অবশেষে চলতি বছরের জুলাইয়ে দম্পতি ঘোষণা করেন, তাঁদের কোলে সন্তান আসছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement