Rajkummar Rao

‘সেনাদের দেখে খুব ভাল লাগে’, অভিনয় ছেড়ে সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চান রাজকুমার রাও?

ভারতীয় সেনার সাহসী পদক্ষেপে মুগ্ধ রাজকুমার রাও। এমনকি সুযোগ পেলে ভারতীয় সেনায় যোগদানের কথাও বলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৩:৫৭
Share:

সেনায় যোগ দিতে চান রাজকুমার? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘অপারেশন সিঁদুর’-এর জয়জয়কার বলিউড তারকাদের মধ্যেও। পহেলগাঁও কাণ্ডের ১৫ দিন পরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই পদক্ষেপের প্রশংসায় সরব হয়েছেন অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, সুনীল শেট্টি থেকে শুরু করে আরও অনেকেই। ভারতীয় সেনার এই সাহসিকতায় মুগ্ধ রাজকুমার রাও-ও। এমনকি সুযোগ পেলে ভারতীয় সেনায় যোগদানের কথাও বলেছেন তিনি।

Advertisement

অপারেশন সিঁদুর নিয়ে রাজকুমার বলেছেন, “আমাদের প্রশাসন যে সিদ্ধান্তই নিক, আমি তাদের সঙ্গে আছি। কারণ যা ঘটে গিয়েছে, তা ঘটা উচিত ছিল না। রাগ হচ্ছে। আবার যন্ত্রণাও হচ্ছে। তাই দেশ হিসেবে আমার সকলে একসঙ্গে আছি। আমাদের সশস্ত্র বাহিনীর জন্যও আমরা ভীষণ ভাবে গর্বিত।”

রাজকুমার জানান, অভিনেতা না হলে তিনি সেনাবাহিনীতে যোগ দিতেন। তাঁর কথায়, “সত্যি কথা বলতে, ছোট থেকে আমি শুধু অভিনেতা হওয়ারই স্বপ্ন দেখতাম। এই স্বপ্ন পূরণের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। এ ছাড়া দ্বিতীয় কোনও সত্তার কথা আমি কখনওই ভাবিনি। আমার কাছে একটাই রাস্তা ছিল। কিন্তু যদি আমাকে দ্বিতীয় পেশার কথা ভাবতে বলা হত, আমি সশস্ত্র বাহিনীতেই যোগদান করতাম। অভিনয় ছা়ড়া একমাত্র সশস্ত্র বাহিনীতেই আমি যোগ দিতাম।”

Advertisement

সেনাদের দেখে খুব ভাল লাগে বলেও জানান রাজকুমার। অভিনেতাকে দেখা যাবে ‘ভুল চুক মাফ’ নামে একটি ছবিতে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ওয়ামিক গব্বি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement