Ratna Ghoshal

চরম অব্যবস্থা, গল্পের কোনও মাথামুন্ডু নেই, আমি আর ধারাবাহিকে অভিনয় করব না: রত্না

দু’বছর আগেও তাঁকে ধারাবাহিকে দেখেছেন দর্শক। কিন্তু অনেক দিন হল আর ছোট পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রী রত্না ঘোষালকে। বিরক্ত হয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৩:৩৫
Share:

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত রত্নার। ছবি: সংগৃহীত।

৬২ বছরের অভিনয়জীবন তাঁর। বহু ছবি, ধারাবাহিকে অভিনয় করেছেন। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে। তার পর প্রায় দু’বছর হল ছোট পর্দা থেকে দূরে প্রবীণ অভিনেত্রী রত্না ঘোষাল। আপাতত গ্যাংটকেই স্বামীর সঙ্গে থাকছেন তিনি। কিন্তু কেন এত দিন লাইট, ক্যামেরা,অ্যাকশন থেকে দূরে অভিনেত্রী? আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয়েছিল রত্নার সঙ্গে।

Advertisement

তিনি এখনও স্বামীর কাছে পাহাড়ে। অভিনেত্রীর স্বামী পেশায় চাটার্ড অ্যাকাউনট্যান্ট। এত দিন ধারাবাহিকের শুটিংয়ের চাপে স্বামীর কাছে যাওয়া খুবই মুশকিল হত তাঁর। কিন্তু এখন স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন তিনি। কেন ছোট পর্দা থেকে দূরে তিনি? একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন রত্না।

অভিনেত্রী বলেন, “আর ধারাবাহিকে অভিনয় করব না বলে ঠিক করেছি আমি। এখনকার ধারাবাহিকে কোনও গল্পের ঠিক নেই। না আছে মাথা, না আছে মুন্ডু।” রাত ৮টার পরে আর শুটিং করেন না রত্না। কিন্তু ধারাবাহিকের অব্যবস্থার জন্য কোনও দিনই ৮টায় ছুটি পেতেন না তিনি। আরও বিরক্ত হয়ে উঠেছিলেন। অভিনেত্রী বলেন, “সকাল থেকে শুটিংয়ে গিয়ে বসে আছি, দেখি চিত্রনাট্যই এসে পৌঁছোয়নি। মেকআপ রুমে বসে কত আর গল্প করব। এক এক দিন এমন হত সকালবেলা থেকে বসে আছি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে তখনও চিত্রনাট্য আসেনি। তা হলে দৃশ্য কখন আসবে? আমি অভিনয়ই বা কখন করব। ওরাই বা আমায় রাত ৮টার মধ্যে ছাড়বে কী করে!” চরম অব্যবস্থা দেখে খুবই বিরক্ত রত্না। সময়ের কোনও ঠিক নেই। তিনি সময় বাঁচাতে তো কোনওমতে অভিনয় করে বাড়ি আসতে পারবেন না। তাই আপাতত ধারাবাহিকে অভিনয় না করারই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওটিটি প্ল্যাটফর্মে কোনও সুযোগ এলে তিনি অবশ্যই করবেন বলে জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement