দিলীপ কুমারের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাজনাথ

ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমাররের হাতে পদ্মবিভূষণ সম্মান তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রবিবার তাঁর মুম্বইয়ের বাড়িতে যান রাজনাথ সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:১৭
Share:

ছবি: টুইটারের সৌজন্যে।

ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমাররের হাতে পদ্মবিভূষণ সম্মান তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রবিবার তাঁর মুম্বইয়ের বাড়িতে যান রাজনাথ সিংহ। সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ। এ দিন বেলা ১টা নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রী টুইট করেন, “মুম্বইয়ে পৌঁছলাম। অভিনেতা দিলীপ কুমারকে সম্মানিত করতে তাঁর বাড়িতে যাব।”

Advertisement

এ বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার দিলীপ কুমার এবং অমিতাভ বচ্চনকে পদ্মবিভূষণ সম্মান দেওয়ার কথা ঘোষণা করে। যে দিন রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মান দেওয়া হয়, ওই প্রবাদপ্রতিম অভিনেতা হাজির থাকতে পারেননি। তাই সরকারের পক্ষ থেকে এ দিন তাঁর বাড়িতে গিয়েই সম্মানিত করা হল। বহু অনুরাগীদের সঙ্গে অভিনেতা অনুপম খেরও এ দিন টুইট করে দিলীপ কুমারকে অভিনন্দন জানান।

ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন মহম্মদ ইউনুস খান ওরফে দিলীপ কুমার। অধুনা পাকিস্তানের পেশোয়ারে ১৯২২ সালে জন্ম তাঁর। ‘মুঘল-এ-আজম, নয়া দৌড়, দেবদাস, মধুমতী, গঙ্গা যমুনা-র মতো ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ১৯৯১-এ পেয়েছেন পদ্মভূষণ এবং ১৯৯৪-তে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

পদ্মভূষণ পাচ্ছেন সস্ত্রীক বিল গেটস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement