TRP list

সেরার শিরোপা ছিনিয়ে নিলেন রাজনন্দিনী! জিতু-দিতিপ্রিয়ার অশান্তির আঁচ কি পড়ল ধারাবাহিকের জনপ্রিয়তায়?

টিআরপি তালিকায় বড় রদ বদল গত সপ্তাহে। যে তৃতীয় স্থানে ছিল, চলতি সপ্তাহে সে-ই পয়লা নম্বরে। কী হাল জীতু-দিতিপ্রিয়ার ধারাবাহিকের?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৪:৫৩
Share:

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় এল কোন বদল? ছবি: সংগৃহীত।

প্রতি বৃহস্পতিবারই টিআরপি-র ওঠা পড়া থাকে, তা নিয়ে চাপা উত্তেজনাও থাকে টেলিপা়ড়ায়। তবে চলতি সপ্তাহের টিআরপি নিয়ে কৌতূহল যেন একটু বেশিই ছিল দর্শকমহলে। নেপথ্য ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকের নায়ক-নায়িকা জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের অশান্তি এসে পড়েছে প্রকাশ্যে। একে অপরকে অভিযোগে বিদ্ধ করেছেন। পরিস্থিতি এমনই যে কানাঘুষো শুরু হয়, আগামী সাতদিনে ধারাবাহিক বন্ধ হয়ে যাবে।

Advertisement

দর্শকের মন অবশ্য সেই বিতর্কে আবদ্ধ নয়। বরং ‘রাজরাজেশ্বরী রানী ভবাণী’তেই মন দিয়েছেন তাঁরা। অভিনেত্রী রাজনন্দিনীর ধারাবাহিকটিই এ সপ্তাহে ‘বেঙ্গল টপার’। গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল এই ধারাবাহিক। এ বার এই কাহিনি পয়লা নম্বরে। তাদের প্রাপ্ত নম্বর ৭.১। জীতু-দিতিপ্রিয়ার ধারাবাহিকটি রয়েছে সপ্তম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৫.৭।

ইদানীং খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকের কাহিনি। কিন্তু গত দু’বছর ধরে ‘ফুলকি’র কাহিনি দর্শকের নজর কেড়েছে। ধারাবাহিক ভাবে এক দীর্ঘ সময় পয়লা নম্বর ধরে রেখেছিল তারা। গত সপ্তাহেও দ্বিতীয় স্থানে ছিল। এ সপ্তাহে এক ধাক্কায় পঞ্চম স্থানে নেমে এসেছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। দ্বিতীয় স্থানে গত সপ্তাহের মতোই জায়গা ধরে রেখেছে 'পরিণীতা'। তাদের প্রাপ্ত নম্বর ৬.৯। এ সপ্তাহে প্রথম স্থান হারিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিকটি ৬.৮ নম্বর নিয়ে। চতুর্থ স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। দীর্ঘ দিন সময় ধরে এই ধারবাহিক নিজের জায়গা ধরে রেখেছে। তাদের প্রাপ্ত নম্বর ৬.৭। পঞ্চম স্থানে ‘ফুলকি’র সঙ্গে যৌথ ভাবে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। তাদের প্রাপ্ত নম্বরও ৬.৪। ষষ্ঠ স্থানে রয়েছে চিরসখা’ তাদের প্রাপ্ত নম্বর ৬.২। সপ্তম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। অষ্টম স্থানে যৌথ ভাবে স্থান দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’। তাদের প্রাপ্ত নম্বর ৫.১। নবম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’। তাদের প্রাপ্ত নম্বর ৫.০। এ দিকে গত কয়েক সপ্তাহ ধরেই যেন ‘এভি’-‘কথা’র জনপ্রিয়তায় ভাটা পড়েছে তারা রয়েছে দশম স্থানে। ‘কথা’র প্রাপ্ত নম্বর ৪.৭।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement