কপিলের দলে রাজু, নেই সুনীল

মিটল না দূরত্ব। কপিল শর্মার শো-এ ফিরছেন না ডাক্তার মশহুর গুলাঠি। মানে সুনীল গ্রোভার। বরং এ বার থেকে শো-তে পাকাপাকি ভাবে দেখা যাবে জনপ্রিয় হাস্যকৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০৩:১৮
Share:

মিটল না দূরত্ব। কপিল শর্মার শো-এ ফিরছেন না ডাক্তার মশহুর গুলাঠি। মানে সুনীল গ্রোভার। বরং এ বার থেকে শো-তে পাকাপাকি ভাবে দেখা যাবে জনপ্রিয় হাস্যকৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবকে।

Advertisement

অতিথি শিল্পী হিসেবে কপিলের শো-এ গত সপ্তাহে পা রেখেছিলেন রাজু শ্রীবাস্তব। তাঁর কাজ ভাল লাগায় চ্যানেল ও প্রযোজকের তরফে তাঁকে আরও কয়েকটি পর্বের জন্য ডাকা হয়েছে। রাজু বলেন, ‘‘এখনও জানি না, আমাকে কী চরিত্রে দেখানো হবে। তবে সত্যি, আমি শ্যুটিংটা করছি।’’

সম্প্রতি মেলবোর্ন থেকে মুম্বই আসার পথে বিমানে সুনীল গ্রোভারকে গালিগালাজ ও জুতো দিয়ে মারার অভিযোগ ওঠে কপিলের বিরুদ্ধে। সেই থেকেই কপিল ও সুনীলের সম্পর্কের অবনতি। সুনীলের সমর্থনে শো-এর অন্য কলাকুশলী চন্দন প্রভাকর এবং আলি আসগরও শো ছাড়ছেন বলে গুঞ্জন উঠেছিল। আবার এ-ও শোনা যাচ্ছিল, সুনীল ফিরতে পারেন। তবে সব জল্পনায় জল ঢেলে গত কাল সুনীল সাফ জানান, তিনি আর কপিলের শো-তে ফিরছেন না। সূত্রের খবর, আলি আসগর বুধবার শ্যুটিংয়ে আসবে বলে আশা করা হচ্ছিল। তবে তিনিও না আসায় কপিলের বিড়ম্বনা বাড়ে।

Advertisement

আরও পড়ুন: বলিউডে নাকি ‘হ্যাপি ম্যারেজ’ বলে কিছু হয় না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement