রাকেশ রোশনের বাড়ির বিয়েতে হাজির তৃতীয় লিঙ্গের মানুষেরা। ছবি: সংগৃহীত।
২৩ ডিসেম্বর মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে বসেছিল সুরকার রাজেশ রোশনের ছেলে ঈশানের বিয়ের আসর। উপস্থিত ছিল গোটা রোশন পরিবার। হৃতিক রোশনকে দেখা যায় প্রেমিকা সাবা আজ়াদের সঙ্গে। নিমন্ত্রিত ছিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজ়ান ও তাঁর বর্তমান প্রেমিকও। কিন্তু, হঠাৎ আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে হাজির হন একদল তৃতীয় লিঙ্গের মানুষ। তাঁদের সঙ্গে বচসায় জড়ান রাকেশ রোশন।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বাড়ির নতুন বধূকে নিয়ে বার হচ্ছেন তাঁর জেঠশ্বশুর রাকেশ। সেই সময়ে তৃতীয় লিঙ্গের একদল প্রতিনিধি প্রায় ঘিরে ধরে তাঁদের। নতুন কনেকে আশীর্বাদ করেন কেউ। আবার কেউ ভ্যানিটিতে উঠে যান। তার পরেই চোখমুখ বদলে যায় রাকেশের। খানিক কথা কাটাকাটি যে হয়, তা ভিডিয়োতে স্পষ্ট। সূত্রের খবর, বিয়েতে এসে প্রায় তাঁরা নাকি প্রায় ১০ লক্ষ টাকা দাবি করে বসেন। কেউ বলেন, ‘‘একে তো তোলাবাজি বলে!’’
খানিক কথোপকথনের পরে নববধূকে নিয়ে ফের অনুষ্ঠানস্থলে ঢুকে যান রাকেশ। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিকের একটা বড় অংশ রাকেশের পাশে দাঁড়িয়েছেন। তাঁর প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন।