Rakhi Sawant on Tamannaah Bhatia

‘আমার পেটে লাথি মেরেছে ওরা, আমি তা হলে নায়িকা হব’, তমন্না-প্রসঙ্গ তুলে কী তোপ রাখির

একসময় বলিউডের ‘আইটেম’ গানে নাচতেন রাখি। কিন্তু গত বেশ কয়েক বছরে বন্ধ হয়েছে সেই ধারা। তাই রাখির আক্ষেপ, এখন নায়িকারাই ‘আইটেম’ গানে নাচেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৮:৪৯
Share:

তমন্নাকে চ্যালেঞ্জ ছুড়লেন রাখি? ছবি: সংগৃহীত।

‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এ ঝড় তুলেছেন তমন্না ভাটিয়া। ‘গফুর’ গানের সঙ্গে তাঁর নাচ দেখে দর্শকের দাবি, ‘আইটেম’ নাচের রানি হয়ে উঠেছেন তিনি। এর আগে ‘আজ কি রাত’, ‘কাবালা’-র মতো ‘আইটেম’ গানের সঙ্গে নেচেও নজর কেড়েছিলেন তিনি। এ বার সেই তমন্নাকে আক্রমণ করলেন রাখি সাওয়ন্ত।

Advertisement

একসময় বলিউডের ‘আইটেম’ গানে নাচতেন রাখি। কিন্তু গত বেশ কয়েক বছরে বন্ধ হয়েছে সেই ধারা। তাই রাখির আক্ষেপ, এখন নায়িকারাই ‘আইটেম’ গানে নাচেন। বিতর্কিত অভিনেত্রীর দাবি, তাঁর সময়ে ‘আইটেম’ গানের মধ্যে এক অন্য মাদকতা ছিল। এখন তমন্নার নাচের মধ্যে সেই ব্যাপারটা নেই।

তমন্না ছাড়াও বেশ কয়েকটি ‘আইটেম’ গানে নেচেছেন নোরা ফতেহি। ক্যাটরিনা কইফ, দীপিকা পাড়ুকোন, করিনা কপূর খানেরাও নেচেছেন। সম্প্রতি রশ্মিকা মন্দানাকে নাচতে দেখা গিয়েছে ‘থামা’ ছবির ‘আইটেম’ গানের সঙ্গে। রাখি সেটা ক্ষোভ জানিয়ে বলেছেন, “আমাদের দেখে দেখে এরা আইটেম গানের সঙ্গে নাচ শিখে নিয়েছে। এরা প্রথমে নায়িকা হতে চাইতেন। নায়িকা হওয়ার সময় যখন চলে গেল, তখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ শুরু করলেন। ওদের লজ্জা হওয়া উচিত। আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এ বার আমি নায়িকা হব।”

Advertisement

উল্লেখ্য, ‘আজ কি রাত’ গানে ছক ভেঙেছিলেন তমন্না। সাধারণত এ ধরনের গানে নাচার সময়ে অভিনেত্রীর নির্মেদ চেহারা নজর কাড়ে। জিমে গিয়ে তৈরি করা টানটান সেই চেহারার অন্যতম আকর্ষণ। এখানেই ছক ভেঙেছিলেন তমান্না। তাঁর চিকন কোমর চিহ্ন নেই। বরং সামান্য পৃথুল চেহারা নিয়েই নেচেছিলেন তিনি। তাই এক অনুষ্ঠানে এক মহিলা তাঁকে কুর্নিশ জানিয়ে গিয়েছিলেন। যদিও তমন্না নিজেকে কখনও পৃথুল বলে মনে করেননি। বরং মনে করতেন, তিনি যথেষ্ট ছিপছিপেই ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement