Salman Khan

পাকিস্তান ও বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ! জেনেবুঝে ‘ভুল’ করলেন সলমন খান

সম্প্রতি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সলমন। সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলছিলেন তিনি। তখনই বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন ভাইজান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৮:০০
Share:

পাকিস্তান ও বালোচিস্তানকে আলাদা করে দিলেন সলমন? ছবি: সংগৃহীত।

পাকিস্তান-বালোচিস্তান বিতর্ক চলছে বহু দিন ধরেই। বালোচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বালোচিস্তান। এই বিতর্কের মধ্যেই সলমন খান পাকিস্তান ও বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেব উল্লেখ করে বসলেন। ভাইজান কি ভুল করে এমন মন্তব্য করলেন, না কি এর পিছনে রয়েছে কোনও ইঙ্গিত? বিতর্ক তুঙ্গে।

Advertisement

সম্প্রতি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সলমন। সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলছিলেন তিনি। তখনই বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন ভাইজান। সেই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সলমন বলেছিলেন, “হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে। এমনকি, তামিল, তেলুগু, মালয়ালি ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বালোচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।”

এই মন্তব্য ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, সলমন কি জেনেবুঝে এই মন্তব্য করলেন? না কি তাঁর মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে এই মন্তব্য? এক নেটাগরিক লিখেছেন, “জানি না, মুখ ফস্কে এমন বলেছেন কি না। তবে জেনেবুঝে বললে খুব ভাল করেছেন।” আর এক নেটাগরিকের অনুমান, “এত রাজনৈতিক ভাবে ভাবার কিছু হয়নি। নিশ্চয়ই নতুন কোনও ছবিতে এমন কিছু বিষয় রয়েছে, তারই ইঙ্গিত দিলেন সলমন।” তবে এক ক্ষুব্ধ নেটাগরিক লিখেছেন, “বলিউড তারকারা কী বললেন, তাতে কী বা যায় আসে। পহেলগাঁও কাণ্ডের পরে এঁরা সবাই চুপ করে ছিলেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement