Papon on Zubeen Garg's demise

‘একটি প্রশ্নের উত্তর মিললেই শান্তি পাব’, জ়ুবিনের মৃত্যুর এক মাস পরে কোন ‘সত্যি’র অপেক্ষায় পাপন?

সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় জ়ুবিনের। কী ভাবে মৃত্যু হল তাঁর, বার বার একই প্রশ্ন উঠছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৪:৫১
Share:

জ়ুবিনের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন পাপন। ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে কেটে গিয়েছে এক মাস। সিঙ্গাপুরের তদন্তকারী সংস্থা জানিয়েছে, গায়ক জ়ুবিন গার্গের মৃত্যুর ঘটনায় কোনও অস্বাভাবিকতা নেই। কোনও রকম ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে তারা। কিন্তু প্রয়াত গায়কের অনুরাগীরা এখনও তা মানতে নারাজ। তাঁরা চান সুবিচার। গায়ক পাপনও একই অপেক্ষায়। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জ়ুবিনের মারা যাওয়ার আগে-পরে ঠিক কী হয়েছিল, তা জানার জন্য উদ্‌গ্রীব তিনিও।

Advertisement

ঠিক এক মাস পূর্ণ হতেই ফের ‘প্রিয় জ়ুবিনদা’র জন্য সমাজমাধ্যমে পাপন লিখলেন, “আজ এক মাস হল। শেষ মুহূর্তে ওর সঙ্গে ঠিক কী হয়েছিল, তা জানলে আমরা শান্তিতে থাকব। তার আত্মার শান্তি কামনা করি। সত্যের অপেক্ষায় রইলাম।”

সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় জ়ুবিনের। কী ভাবে মৃত্যু হল তাঁর, বার বার একই প্রশ্ন উঠছে। বার বার প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের। সম্প্রতি বিবৃতি দিয়েছে সিঙ্গাপুর পুলিশ। তাদের দাবি, এই মৃত্যুর ঘটনায় কোনও অস্বাভাবিকতা নেই। তাই সকলকে অনুরোধ করা হয়েছে, যেন ভুল তথ্য না ছড়ানো হয়। যদিও তদন্ত এখনও শেষ হয়নি। আরও অন্তত তিন মাস চলবে তদন্ত। তার পর আরও একটি রিপোর্ট পেশ করবে তারা।

Advertisement

সিঙ্গাপুর থেকে জ়ুবিনের দেহ গুয়াহাটিতে নিয়ে আসার পরে দ্বিতীয় বার ময়নাতদন্ত করা হয়েছিল। পাশাপাশি, অসম সরকার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করে। সেই তদন্তও চলছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সাতজন। তাঁদের মধ্যে রয়েছেন জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মাও। বিচারের আশায় বার বার সমাজমাধ্যমে পোস্ট করেছেন জ়ুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গার্গও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement