রাঘব ও পরিণীতির সংসারে আসছে নতুন সদস্য। ছবি: সংগৃহীত।
খুব শীঘ্রই সন্তান আসতে চলেছে পরিণীতি চোপড়ার কোলে। ইতিমধ্যেই নাকি হাসপাতালেও ভর্তি করানো হয়েছে অভিনেত্রীকে।
চলতি বছরের অগস্ট মাসে পরিণীতি ও তাঁর স্বামী রাঘব চড্ডা ঘোষণা করেছিলেন, তাঁদের কোলে আসছে সন্তান। তারকাদম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, পরিণীতিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যে কোনও সময়ে সন্তানের আগমন হতে পারে। তবে পরিণীতি বা রাঘবের তরফ থেকে এই সংক্রান্ত কোনও বিবৃতি এখনও প্রকাশ পায়নি।
শনিবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ভাগ করে নিয়েছিলেন পরিণীতি। ধনতেরস উপলক্ষে আলোয় মোড়া নিজের বাড়ির বাগানের ছবি পোস্ট করেছিলেন তিনি।
পরিণীতি রুপোলি পর্দার মানুষ। অন্যদিকে তাঁর স্বামী রাঘব চড্ডা রাজনীতিবিদ। দিল্লিতে তাঁর কর্মজগৎ। তাই বিয়ের পর থেকেই মুম্বই-দিল্লি আসাযাওয়া করছিলেন তিনি। কিন্তু এ বার আর অভিনেত্রীকে একা রাখতে চাইছিলেন না বাড়ির লোকজন। সন্তান ভূমিষ্ঠ হতে পারে খুব শীঘ্রই, তাই দিন কয়েক আগেই দিল্লি উড়ে গিয়েছেন পরিণীতি।
অগস্ট মাসে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি ও রাঘব। তার উপর লেখা ছিল, এক যোগ এক সমান সমান তিন। পাশপাশি অভিনেত্রী লেখেন, ‘‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’’
২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চড্ডার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। বিয়ের পরে আর অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে।