Parineeti Chopra

মুম্বইয়ে আর রাখা যাবে না পরিণীতিকে, ন’মাসের অন্তঃসত্ত্বা করলেন কোন পদক্ষেপ?

এমনিতেই বিয়ে হওয়ার পর থেকে গত দু’বছরে বিশেষ কোনও ছবিতে দেখা যায়নি পরিণীতিকে। এ বার সন্তান হওয়ার পর পুরোপুরি মুম্বই ছাড়বেন অভিনেত্রী!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৭
Share:

পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত।

দিন গুনছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। আর কয়েকদিনের অপেক্ষা। ভূমিষ্ঠ হবে তাঁদের প্রথম সন্তান। গত অগাস্টেই পরিণীতি মা হওয়ার সুখবর দেন। এমনিতেই বিয়ে হওয়ার পর থেকে গত দু’বছরে বিশেষ কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। এ বার কি সন্তান হওয়ার পর পুরোপুরি মুম্বই ছাড়বেন অভিনেত্রী?

Advertisement

পরিণীতি রুপোলি পর্দার মানুষ, তাই তাঁর কর্মভূমি মুম্বই। অন্যদিকে তাঁর স্বামী রাঘব চড্ডা রাজনীতিবিদ। দিল্লিতে তাঁর কর্মজগৎ। যদিও অভিনেত্রীর স্বামীর পৈত্রিক বাড়িও দিল্লিতেই। বিয়ের পর থেকেই মুম্বই-দিল্লি আসাযাওয়া করছিলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও মুম্বইয়ে থেকেছেন বেশিরভাগ সময়। কিন্তু এ বার আর অভিনেত্রীকে একা রাখতে চাইছেন না বাড়ির লোক। সন্তান ভূমিষ্ঠ হতে পারে খুব শীঘ্রই, তাই দিল্লি উড়ে গেলেন পরিণীতি। সেখানেই জন্ম নেবে তাঁর সন্তান।

২০২৩ সালের সেপ্টেম্বরে ‘আম আদমি পার্টি’র সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বিয়ে হয় পরিণীতির। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের উদ্‌যাপন। বিয়ের ছ’মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতিই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে উস্কে দিয়েছিল। কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গের ছলেই পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, ‘‘কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা!’’ সেই ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন পরিণীতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement