Maharashtra Navnirman Sena

অর্ধনগ্ন হয়ে অশ্রাব্য ভাষায় গালি! মধ্যরাতে রাখির প্রাক্তন বন্ধুর গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত রাজনীতিকের পুত্র

গাড়ি চালানোর সময়ে নবনির্মাণ সেনা সদস্যের পুত্র রাহিল জাভেদ শেখ মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানিয়েছেন রাজশ্রী। এখানেই শেষ নয়। গাড়ি থেকে অর্ধনগ্ন অবস্থায় অশ্রাব্য ভাষা গালাগাল করছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১২:০৩
Share:

পথ দুর্ঘটনায় জড়ালেন নবনির্মাণ সেনার নেতার পুত্র রাহিল। অভিযোগ রাখির বন্ধু রাজশ্রীর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাতের মুম্বইয়ে পথ দুর্ঘটনা, নাম জড়াল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা জাভেদ শেখের পুত্রের। দুর্ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন রাখি সওয়ান্তের প্রাক্তন বন্ধু তথা নেটপ্রভাবী রাজশ্রী মোর। তাঁর দাবি, রবিবার রাতে তিনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। জাভেদ শেখের পুত্রের গাড়ি এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে।

Advertisement

গাড়ি চালানোর সময়ে নবনির্মাণ সেনার পুত্র রাহিল জাভেদ শেখ মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানিয়েছেন রাজশ্রী। এখানেই শেষ নয়। গাড়ি থেকে অর্ধনগ্ন অবস্থায় অশ্রাব্য ভাষা গালাগাল করছিলেন তিনি, অভিযোগ রাজশ্রীর। রাহিলের একটি ভিডিয়োও তিনি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা গিয়েছে গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন রাহিল, তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। গাড়ি থেকে মত্ত অবস্থায় শরীরের অর্ধেকটা বার করে গালাগাল করতেও দেখা গিয়েছে তাঁকে। এমনকি রাজশ্রীকে নাকি তিনি হুমকিও দিয়েছেন।

মত্ত অবস্থায় রাহিল জানান, তাঁর বাবা মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার সহ-সভাপতি। এমনকি পুলিশের সঙ্গেও তর্ক করে রাজশ্রীর দিকে পাল্টা অভিযোগ করার চেষ্টা করছিলেন রাহিল। রাজশ্রীকে হুমকি দিয়ে তিনি বলেন, “যাও, সাহস থাকে তো পুলিশের কাছে গিয়ে বলো। আমি জাভেদ শেখের পুত্র। তখন বুঝবে কী হয়!” তবে সেই হুমকির তোয়াক্কা না করেই পুলিশে অভিযোগ দায়ের করেন রাজশ্রী। সেই এফআইআর-এর ছবিও সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি।

Advertisement

মারাঠি ভাষায় কথা বলতে হবে, এই বিষয় নিয়ে বিতর্ক চলছে মহারাষ্ট্রে। মারাঠি ভাষায় কথা না বলায় এক বিক্রেতাকে মারধর করার খবর শিরোনামে উঠে আসে। সেখানেও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সদস্যদের বিরুদ্ধেই মারধরের অভিযোগ ওঠে। এই বিষয় নিয়ে দিন কয়েক আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন রাজশ্রী। তাঁর বক্তব্য, মারাঠি ভাষা বলতে জোর না করে বরং পরিশ্রম করতে বলুন। এর পরেও তাঁর দিকে কটাক্ষ ধেয়ে এসেছিল।

উল্লেখ্য, একটা সময়ে রাখি সওয়ান্তের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে চর্চা হত বলিউডে। তবে সেখানেও এক মুখ দেখাদেখি বন্ধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement