Ram Gopal Varma

‘মাথামোটা কুকুরপ্রেমীদের কাছে ওদের কামড় আদরের মতো’, পথকুকুরদের নিয়ে কাদের কুকথা শোনালেন রামগোপাল?

পথকুকুরদের অধিকার রক্ষার্থে পথে নেমেছে কলকাতার নাগরিক সমাজ। এ বার সারমেয়প্রেমীদের ‘মাথামোটা’ তকমা দিলেন রামগোপাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ২০:৫৮
Share:

কুকুর প্রেমীদের উদ্দেশে কী বললেন রাম গোপাল বর্মা? ছবি: সংগৃহীত।

দিল্লির রাস্তা থেকে পথকুকুরদের সরিয়ে নেওয়ার যে নির্দেশ শীর্ষ আদালত দিয়েছে তার পক্ষে পরিচালক রামগোপাল বর্মা। এই রায় নিয়ে দেশের বেশ কিছু শহরে নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যার মধ্যে কলকাতা অন্যতম।। পথকুকুদের অধিকার রক্ষার্থে পথে নেমেছে কলকাতার নাগরিক সমাজ। এ বার সকল কুকুরপ্রেমীদের ‘মাথামোটা’ তকমা দিলেন রামগোপাল। তিনি এও জানান, অনেকেই হয়তো ভাববেন, তিনি কুকুরবিদ্বেষী। তবে পথকুকুরেরা যে ভাবে কামড়াচ্ছে আশপাশের নাগরিক ও শিশুদের, সেটা তাঁকে ভাবিয়ে তুলেছে বলে তিনি জানান।

Advertisement

রামগোপাল তাঁর এক্স হান্ডলে ক্ষোভ জানিয়ে লেখেন, ‘‘আট কোটি কুকুরের টিকাকরণ করানো বৈঠকখানায় বসে শুনতে ভাল লাগে। আর টিকাকরণ করলেই তাঁরা যে ভদ্র হয়ে যাবে তেমনটা নয়। যাঁরা পথকুকুরদের জন্য কেঁদে ভাসাচ্ছেন তাঁরাই বাড়িতে বিদেশি কুকুর পোষেন। তাই কুকুরপ্রেমীরা বিদেশি কুকুর ছেড়ে পথকুকুরদের দত্তক নিয়ে দেখুন না!’’ রামগোপাল জানান, তিনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement