Ram Gopal Varma on SS Rajamouli

‘আস্তিকদের চেয়ে নাস্তিক রাজামৌলিই বেশি সফল’, হনুমান-বিতর্কে এ বার কী বললেন রামগোপাল বর্মা?

হনুমানকে নিয়ে মত প্রকাশ করায় রাজামৌলির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রামগোপাল বর্মার বক্তব্য, যে কোনও মানুষের নাস্তিক হওয়ার অধিকার রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৫:১৮
Share:

রাজামৌলির পাশে রামগোপাল। ছবি: সংগৃহীত।

বিতর্কে জড়িয়েছেন তারকা পরিচালক এসএস রাজামৌলি। সম্প্রতি একটি অনুষ্ঠানে পরিচালক জানিয়েছেন, তিনি নাস্তিক। পাশাপাশি হনুমানকে নিয়েও কিছু মন্তব্য করেছেন তিনি। যার জেরে কটাক্ষের শিকার হয়েছেন। এ বার এস এস রাজামৌলির পাশে দাঁড়ালেন আর এক পরিচালক রামগোপাল বর্মা।

Advertisement

হনুমানকে নিয়ে মতপ্রকাশ করায় রাজামৌলির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রামগোপাল বর্মার বক্তব্য, যে কোনও মানুষের নাস্তিক হওয়ার অধিকার রয়েছে। নিজের সমাজমাধ্যমে তিনি লেখেন, “তথাকথিত আস্তিকেরা যে ভাবে রাজামৌলিকে আক্রমণ করছেন, সেই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। ভারতে নাস্তিক হওয়া কোনও অপরাধ নয়। তাই উনি বলতেই পারেন যে উনি ঈশ্বরে বিশ্বাস করেন না।”

রাজামৌলির বেশিরভাগ ছবিতে হিন্দু পুরাণের নানা প্রসঙ্গ থাকে। তাই ঈশ্বর নিয়ে তাঁর মন্তব্যের পরে প্রশ্ন ওঠে, “ঈশ্বরে বিশ্বাস নেই যখন, নিজের ছবিতে কেন ঈশ্বরের প্রসঙ্গ রাখেন?” এই বিতর্কে রামগোপাল বলেন, “এ বার এই মূর্খের মতো যুক্তিটা নিয়ে কথা বলি। কেউ যদি গ্যাংস্টারদের নিয়ে ছবি তৈরি করে, তা হলে কি তাঁকে গ্যাংস্টার হয়ে উঠতে হয়? ভূতের ছবি করতে গেলে কি ভূত হতে হয়?” এই পোস্টের মধ্যে রসিকতাও করেন রামগোপাল বর্মা। তাঁর বক্তব্য, যাঁরা ঈশ্বরবিশ্বাসী তাঁদের চেয়ে রাজামৌলিকে একশোগুণ বেশি সাফল্য দিয়েছেন ঈশ্বর। খোঁচা দিয়ে বলেছেন, “আসলে ঈশ্বর নাস্তিকদেরই বেশি ভালবাসেন। ঈশ্বরের কিছুই যায় আসে না। কে বিশ্বাস করে, কে বিশ্বাস করে না— সেগুলো হিসাব করার জন্য ঈশ্বর বসে থাকেন না। ঈশ্বরের নিজের যদি কোনও সমস্যা না থাকে, তাহলে ঈশ্বরের পৃষ্ঠপোষকদের এত সমস্যা কোথায়?”

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি ‘বারাণসী’র ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজামৌলি। প্রযুক্তিগত কারণে কিছুতেই ঝলকটি ঠিক করে দেখানো যাচ্ছিল না দর্শককে। তখন পরিচালক প্রশ্ন তুলেছিলেন, এই অবস্থায় হনুমান দিশা দেখান না কেন? এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement