‘তামাশা’র শুটিংয়ে রণবীর-দীপিকার খুনসুটি

‘তামাশা’য় ফের বড় পর্দায় জুটি বেঁধেছেন তাঁরা। শুটিংয়েই তাঁদের পুরনো সম্পর্ক নিয়ে নস্টালজিক হয়ে পড়েছিলেন রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোন। তবে কি নতুন কোনও সমীকরণ দানা বাঁধছে তাঁদের মধ্যে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৮
Share:

নতুন কোনও সমীকরণ দানা বাঁধছে? ছবি: টুইটারের সৌজন্যে।

‘তামাশা’য় ফের বড় পর্দায় জুটি বেঁধেছেন তাঁরা। শুটিংয়েই তাঁদের পুরনো সম্পর্ক নিয়ে নস্টালজিক হয়ে পড়েছিলেন রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোন। তবে কি নতুন কোনও সমীকরণ দানা বাঁধছে তাঁদের মধ্যে? ইমতিয়াজ আলির পরিচালনায় আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। তার আগেই ফ্রান্সের করসিকা আইল্যান্ডে শুটিংয়ের কিছু ছবি টুইটারে শেয়ার করেছে টিম ‘তামাশা’। সেখানে দেখা যাচ্ছে বেশ মজা করেই কাজ করেছেন দু’জনে।

Advertisement

করসিকা আইল্যান্ড বলিউডি পরিচালকদের পছন্দের শুটিং স্পট। কমিক বুক হিরো ‘অ্যাসটেরিক্স’এর সৌজন্যে এই জায়গাটি অনেকের কাছেই বেশ পরিচিত। ছবিতে দীপিকা ‘অ্যাসটেরিক্স’-এর ভক্ত। সেই রোমান্টিসিজম থেকেই তিনি ওই দ্বীপে পৌঁছন। এ ভাবেই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক।

ছবির শেষ দিনের শুটিংয়ে প্রায় কেঁদে ফেলেছিলেন দু’জনে! নিন্দুকদের দাবি, একসঙ্গে সময় কাটানো বন্ধ হয়ে যাচ্ছে বলেই হয়তো তাঁরা আবেগ সামলাতে পারেননি। বলিউডে কান পাতলে এখন কেবল একটাই গুঞ্জন— পুরনো প্রেম ভুলতে পারছেন না রণবীর-দীপিকার কেউই! নায়িকা সদ্য তাঁর আর রণবীরের নিরালা সময় কাটানোর একটা ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে, একটা রেকর্ডার হাতে পুরনো প্রেমিকের সঙ্গে খুনসুটিতে মেতেছেন তিনি। সব মিলিয়ে অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন , রণবীর-দীপিকার পুরনো প্রেমই উঠে আসছে আলোচনায়।

Advertisement

দেখুন, ‘তামাশা’র শুটিংয়ের ছবি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement