তারকাদের বিভিন্ন চয়েসের কথা শোনা যায়। কিন্তু রণবীর কপূরের এই পছন্দের কথা শুনলে অবাক হবেন।
রণবীর যে ফুডি সে কথা বি-টাউনের অনেকেই জানেন। কিন্তু তাঁর পছন্দের খাবার কি জানেন? কুমিরের মাংস!
হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন। রণবীরের কুমিরের মাংস ফেভারিট। ঠিক যেমন ভাবে ডাল-রুটি খেতে পছন্দ করেন, তেমনই কুমিরের মাংসও নায়কের পছন্দের রেসিপি। তাঁর কথায়, ‘‘কুমিরের মাংস খুব সফট, আর খেতেও ভাল।’’
রণবীর শেয়ার করেছেন কপূর’স কিচেনের নানা গল্প। ঠাকুমার হাতের রান্না তাঁর সবচেয়ে পছন্দের। রণবীরের ঠাকুমা নাকি ঘি ছাড়া রুটি তৈরি করার কথা ভাবতেই পারেন না। সেটা খেতে সুস্বাদু হলেও প্রচুর ক্যালোরি গেন হয়ে যায়। তাই ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করার পর নিজের কুকের রান্নাই খান রণবীর।
আরও পড়ুন, ইনি কি পার্লেজি-র কভার গার্ল? এখন এমন দেখতে হয়েছেন...