Anushka Sharma

কপূর পরিবারের দুই অভিনেতার প্রেম ফেরান অনুষ্কা! কোন সত্য প্রকাশ্যে আনেন রণবীর?

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও অনুষ্কা ও রণবীরের বন্ধুত্বপূর্ণ রসায়ন দর্শকের পছন্দ হয়েছিল। সেখানেও সম্ভাব্য প্রেমিককে আগে থেকেই ‘ফ্রেন্ডজ়োনড’ করেছিলেন অনুষ্কা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৩:৩১
Share:

অনুষ্কাকে নিয়ে কী জানান রণবীর? ছবি: সংগৃহীত।

বলিউডে এক সময় ‘ক্যসানোভা’ তকমা পেয়েছিলেন রণবীর কপূর। দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে ক্যাটরিনা কইফ, প্রথম সারির বহু অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছিল অভিনেতার। তার পরে তাঁর জীবনে আসেন আলিয়া ভট্ট। সেই সম্পর্ক অবশ্য প্রেম থেকে ছাদনাতলা পর্যন্ত পৌঁছয়। কিন্তু একজন অভিনেত্রী নাকি পাত্তাই দেননি রণবীরকে। বলা ভাল, প্রথম থেকেই বলিউডের ‘ক্যাসানোভা’কে বন্ধু তকমা দিয়ে রেখেছিলেন তিনি।

Advertisement

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও অনুষ্কা ও রণবীরের বন্ধুত্বপূর্ণ রসায়ন দর্শকের পছন্দ হয়েছিল। সেখানেও সম্ভাব্য প্রেমিককে আগে থেকেই ‘ফ্রেন্ডজ়োনড’ করেছিলেন অনুষ্কা। কোনও পুরুষের থেকে প্রেমের সামান্য ইঙ্গিত পেলেই, অনুষ্কা নাকি তাঁকে বন্ধু বানিয়ে দিতেন প্রথম থেকেই। বিষয়টিতে বেশ সিদ্ধহস্ত অনুষ্কা। অভিনেত্রীর পাশে বসেই স্বীকারোক্তি রণবীরের।

বি-টাউনের এক অভিনেতা অনুষ্কার প্রেমে পড়েছিলেন। প্রেমের প্রস্তাব নাকি নিজের মতো করে প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। তবে চেনা কায়দায় সেই অভিনেতাকেও ‘শুধুমাত্র বন্ধু’র আখ্যা দিয়েছিলেন অনুষ্কা। সেই অভিনেতার পদবীও নাকি কপূর। ফাঁস করেছিলেন রণবীর নিজেই। অনুষ্কা এই প্রসঙ্গে বলেছিলেন, “আরে, আমি সেনা পরিবারের মেয়ে। ছোট থেকে যে শুধু মেয়েদের সঙ্গে রান্নাবাটি খেলে বড় হয়েছি, এমন নয়। আমি ছেলেদের সঙ্গে খেলাধুলো করেছি। তাই ছেলেদের সঙ্গে বন্ধুত্বে কোনও অসুবিধা হয় না।” শোনা যায়, অনুষ্কার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে আসা এই অভিনেতা নাকি অর্জুন কপূর।

Advertisement

রণবীর সিংহের সঙ্গে এক সময়ে সম্পর্কে জড়িয়েছিলেন অনুষ্কা। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। তার পরেই ক্রিকেট তারকা বিরাট কোহলি আসে অভিনেত্রীর জীবনে। ২০১৭-র ডিসেম্বরে বিদেশে গিয়ে বিয়ে সেরেছিলেন অনুষ্কা ও বিরাট। এখন তাঁরা দুই ছেলে মেয়ে ভামিকা ও অকায়ের মা-বাবা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement