Ranbir Kapoor

রাখিতে রণবীরকে কী গিফট দিলেন দিদি?

ভাইয়ের ওপর ছোটবেলায় নাকি বেশ দিদিগিরি দেখাতেন ঋদ্বিমা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১৬:৩৮
Share:

তাঁর ভাই এখন ভীষণ ব্যস্ত। বহু মহিলার হার্টথ্রব। ইন্ডাস্ট্রি বহু টাকা লগ্নি করে ভাইয়ের ওপর। কিন্তু বাড়িতে ফিরলেই সে অন্য মানুষ। অন্তত বোন হিসেবে ঋদ্ধিমা কপূরের কাছে ভাই রণবীর কপূর কোনও তারকা নন।

Advertisement

আরও পড়ুন, শুধু ভাই-বোনের সম্পর্ক নয়, বিপদ থেকে রক্ষা করতেই রাখিবন্ধন

তবে রাখির দিন ঋদ্বিমা মিস করছেন ভাইকে। ব্যস্ততার কারণে বাড়িতে সময় দিতে পারেননি নায়ক। তাই সোশ্যাল মিডিয়াতেই ভাইকে রাখির শুভেচ্ছা জানিয়েছেন দিদি। আপাতত এটাই রাখির গিফট।

Advertisement

আরও পড়ুন, ওনিরের হাত ধরে সৌরভের বলিউড ডেবিউ

ইনস্টাগ্রামে রণবীরের সঙ্গে তাঁর বেশ কিছু ছবির কোলাজ শেয়ার করেছেন ঋদ্ধিমা। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ভাইয়ের ওপর ছোটবেলায় নাকি বেশ দিদিগিরি দেখাতেন তিনি। ছোটবেলায় তুতো বোন করিশ্মা, করিনাও এই দিনে রণবীরকে রাখি পরাতেন। গিফট দেওয়া-নেওয়ারও চল ছিল। কিন্তু এখন ব্যস্ততার কারণে ঠিক ওই দিনেই হয়তো সেলিব্রেট হয় না। তবে পরে কোনও একটা দিন নিজেরা একজোট হয়ে পার্টি করেন কপূর ভাই-বোনেরা।

রাখির দিন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋদ্ধিমা। ছবি—সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement