ক্যাটরিনা নয়, ভি-ডে কার সঙ্গে কাটালেন রণবীর?

একে ছুটির দিন, তায় ভ্যালেনটাইন’স ডে। লাভ বার্ডদের তো সোনায় সোহাগা। কিন্তু, জানেন কি, বলিউডের লাভার বয় রণবীর কপূর এ দিনটা কেমন কাটালেন? আর, কার সঙ্গেই বা কাটালেন। হুঁ হুঁ, বিজ্ঞের মতো বলতেই পারেন যে, এ আবার এমন কী কঠিন কথা? হতেই পারে তিনি কোনও সুন্দরীর সঙ্গে লং ড্রাইভে বা ডিস্কোথেকে মেতে রয়েছেন! তবে জেনে রাখুন, আপনি একেবারেই ভুল নিশানা সেধেছেন

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৫২
Share:

একে ছুটির দিন, তায় ভ্যালেনটাইন’স ডে। লাভ বার্ডদের তো সোনায় সোহাগা। কিন্তু, জানেন কি, বলিউডের লাভার বয় রণবীর কপূর এ দিনটা কেমন কাটালেন? আর, কার সঙ্গেই বা কাটালেন। হুঁ হুঁ, বিজ্ঞের মতো বলতেই পারেন যে, এ আবার এমন কী কঠিন কথা? হতেই পারে তিনি কোনও সুন্দরীর সঙ্গে লং ড্রাইভে বা ডিস্কোথেকে মেতে রয়েছেন! তবে জেনে রাখুন, আপনি একেবারেই ভুল নিশানা সেধেছেন। না, কোনও সুন্দরী নয়। ভ্যালেনটাইন’স ডে’তে রণবীরের সারাটা দুপুর কাটল বন্ধু কর্ণ জোহরের বাড়িতে!

Advertisement

এ দিন বান্দায় কর্ণের বাড়ি থেকে আড্ডা মেরে যখন বাইরে বেরোচ্ছেন, তখন ক্যামেরাবন্দি হলেন রণবীর। পরনে অল ব্ল্যাক ফুলহাতা টি-শার্ট আর একরঙা ডেনিম। মাথা ঢাকা নিউ ইয়র্ক ইয়াঙ্কি-র টুপি। ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের গুজবে বলিউড সরগরম হলেও মুখে তার লেশমাত্র নেই। ফোটোগ্রাফারদের দিকে তাকিয়ে হাতও নাড়লেন। নিরাশ হলেন তো। হওয়ারই কথা। দিনটা যখন প্রেম উদ্‌যাপনের তখন রণবীরের মতো প্রেমিক এহেন সেলিব্রেশনে হতাশ হতেই পারেন। তবে, সুখবরটা হল, ‘তামাশা’র পর আগামী ছবি ‘জগ্গা জাসুস’-এ ক্যাটরিনার সঙ্গেই অনস্ক্রিন রোম্যান্স করবেন রণবীর। ফলে রিয়েল হয়নি তো কী, রিল লভ তো হবে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement