প্রকাশ্যে চুমু খেলেন রণদীপ-রিচা!

চিত্রনাট্যের প্রয়োজনে পর্দার চুমুতে এখন বেশ সাবলীল বলিউড। কিন্তু ছবির প্রচারে এসেও চুমু! এমন ঘটনারই সাক্ষী থাকলেন দর্শকরা। সৌজন্যে রণদীপ হুডা এবং রিচা চাড্ডা। তাঁদের আসন্ন ছবি ‘ম্যায় অউর চার্লস’য়ের ট্রেলার লঞ্চে এসে মঞ্চের ওপর দাঁড়িয়ে একে অপরকে চুমু খেলেন রণবীর এবং রিচা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৬
Share:

চিত্রনাট্যের প্রয়োজনে পর্দার চুমুতে এখন বেশ সাবলীল বলিউড। কিন্তু ছবির প্রচারে এসেও চুমু! এমন ঘটনারই সাক্ষী থাকলেন দর্শকরা। সৌজন্যে রণদীপ হুডা এবং রিচা চাড্ডা। তাঁদের আসন্ন ছবি ‘ম্যায় অউর চার্লস’য়ের ট্রেলার লঞ্চে এসে মঞ্চের ওপর দাঁড়িয়ে একে অপরকে চুমু খেলেন রণদীপ এবং রিচা। পাপারাত্‌জিদের কাছে এমন মুহূর্ত তো মেঘ না চাইতেই জল! ফ্ল্যাশবাল্বের ঝলকানিতে মুহূর্তেই অবশ্য তাঁরা সামলে নেন নিজেদের। তবে তত ক্ষণ সে ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ছবিতে একটি দীর্ঘ চুম্বন দৃশ্য রয়েছে নায়ক-নায়িকার। তারই আগাম ঝলক তাঁরা প্রচারের মঞ্চেও দিয়ে দিয়েছেন। তবে অনেকেরই মতে এ চুমু কেবল ‘পাবলিসিটি স্টান্ট’। ছবিতে এক সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ। আগামী ৩০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement