Entertainment News

কার সঙ্গে দিওয়ালি সেলফি তুললেন রানি?

মেয়ে আদিরা হওয়ার পর ক্যামেরার সামনে প্রায় দেখাই যায়নি রানি মুখোপাধ্যায়কে। নিজেকে আড়ালে রেখেছেন। মেয়েকে সময় দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, মেয়ে হওয়ার পর চেহারায় বড়সড় পরিবর্তন এসেছে বলেই এখন আর ততটা ক্যামেরা ফ্রেন্ডলি নন নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১২:৪৬
Share:

মেয়ে আদিরা হওয়ার পর ক্যামেরার সামনে প্রায় দেখাই যায়নি রানি মুখোপাধ্যায়কে। নিজেকে আড়ালে রেখেছেন। মেয়েকে সময় দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, মেয়ে হওয়ার পর চেহারায় বড়সড় পরিবর্তন এসেছে বলেই এখন আর ততটা ক্যামেরা ফ্রেন্ডলি নন নায়িকা। কিন্তু সে সব গুজব উড়িয়ে দিয়ে দুর্গা পুজোতে মুম্বইয়ের বাড়িয়ে হাজির ছিলেন রানি। নবমীতে দিনভর কাটিয়েছিলেন পরিবারের সঙ্গে। আবার সিঁদুর খেলাতেও অংশ নিয়েছিলেন।

Advertisement

এ বার সময় দিওয়ালির। পরিবার তো আছেই, পাশাপাশি বন্ধুদের দিওয়ালি পার্টিতেও যেতে পারেন নায়িকা। ইতিমধ্যেই সামনে এসেছে রানির লেটেস্ট দিওয়ালি সেলফি। কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সঙ্গে তোলা সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ শানুই। তার পর থেকেই সেই ছবিতে রানির অনুগামীদের লাইক বাড়ছে। কিন্তু সকলের অপেক্ষা ছোট্ট আদিরার জন্য। তাকে কবে ক্যামেরার সামনে আনবেন রানি, এখন তার অপেক্ষায় দিন গুণছেন সকলে।

! !

Advertisement

!

!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement